বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতিতে রেশন কার্ড (ration card) যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছে সরকার থেকে আমজনতা। তাই এবার যাদের রেশন কার্ড নেই তাদের জন্য রেশন কার্ডের ব্যাবস্থা করল রাজ্য সরকার। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই রাজ্যের রেশন কার্ড বিহীন মানুষের হাতে পৌঁছে যাবে ডিডিটাল রেশন কার্ড।
পাশাপাশি, রাজ্য সরকার জানিয়েছে রেশন কার্ড তৈরির প্রক্রিয়া আরো সরল করা হচ্ছে। লকডাউনে রেশনের জন্য দেওয়া স্পেশাল কুপন থাকলেই পাওয়া যাবে রেশন কার্ড। যেহেতু কুপন প্রাপকদের প্রাথমিক তথ্য সরকারের হাতে রয়েছে তাই সেই তথ্য নতুন করে দিতে হবে না জনগনকে।
মে ও জুন মাসে যারা এই কুপনের মাধ্যমে রেশন তুলেছেন তাদের বিষয়টি প্রথম বিবেচ্য হবে। সেই প্রক্রিয়া ২৫ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। ৩০ জুলাইয়ের মধ্যে শেষ হবে অনুমোদন প্রক্রিয়া। এরপর ৩০ জুন পর্যন্ত প্রাপকদের বিষয় বিবেচনা হবে। সেই প্রক্রিয়া শেষ হবে ১৪ অগস্টের মধ্যে। যাদের কাগজের রেশন কার্ড রয়েছে। কিন্তু স্পেশ্যাল কুপন নেই। এক্ষেত্রে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন আমজনতা। অনলাইনে জমা পড়া আবেদন যাচাই করে অনুমোদন হবে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে।
প্রসঙ্গত, আনলক 2.0 নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। আজ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরেই মোদীকে চ্যালেঞ্জ করে আগামী 2021 সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।