দিদি-র বাজার টানতে বাংলায় শার্ক ট্যাঙ্ক! নতুন রিয়েলিটি শোতে জুটি বাঁধছেন পরমব্রত-সৃজলা

বাংলাহান্ট ডেস্ক: রিয়েলিটি শোয়ের (Reality Show) প্রতি দর্শকদের আগ্রহ বহুদিনের। প্রথমে শুধু নাচ, গানের রিয়েলিটি শো থাকলেও এখন নন ফিকশনেও এসেছে বৈচিত্র্য। নতুন ধরণের শো নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলি। এর মধ্যে অন্যতম ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ (Shark Tank India)। বিদেশি শোয়ের ভারতীয় সংষ্করণ সম্প্রচারিত হয় সোনি টিভিতে। ইতিমধ্যেই দুটি সিজন হয়ে গিয়েছে এই শোয়ের। আর দুটোই বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এবার শার্ক ট্যাঙ্কের ধাঁচেই বাংলায় শুরু হতে চলেছে এক নয়া রিয়েলিটি শো, যার নাম রাখা হতে পারে ‘মাই স্টার্টআপ শো: ধন্যি মেয়ের উপাখ্যান’। শার্ক ট্যাঙ্কের আইডিয়ার উপরে ভিত্তি করে তৈরি হলেও শুধুমাত্র মহিলাদের নিয়েই শোটি হতে চলেছে বলে শোনা যাচ্ছে। মহিলাদের স্বাবলম্বী করার জন্য এখন অনেক উদ্যোগই নেওয়া হচ্ছে। গ্রাম বাংলার মহিলারাও নিজস্ব জীবিকা নির্বাহ করে রোজগার শুরু করেছেন।

new shark tank india 2

কিন্তু তাদের বেশিরভাগেরই পুঁজির অভাব রয়েছে। ব্যবসা বাড়ানোর জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মূলধন যুগিয়ে উঠতে পারছেন না তারা। সেই সব মহিলাদের নতুন দিশা দেখাবে এই শো। জানা যাচ্ছে, নতুন শোয়ের সঞ্চালকের ভূমিকায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। থাকছেন অভিনেত্রী সৃজলা গুহও।

এখন প্রশ্ন হচ্ছে, কোন চ্যানেলে আর কখন সম্প্রচারিত হবে এই শো? টেলিপাড়া সূত্রে খবর, জি বাংলার প্রতিদ্বন্দ্বী চ্যানেল বিকেলের স্লটে আসতে চলেছে এই নতুন শো। ওই সময়ে জি তে সম্প্রচারিত হয় ‘দিদি নাম্বার ওয়ান’। বিগত নয় সিজন ধরে এই শোয়ের টিআরপি তুঙ্গে। বিপক্ষ চ্যানেলের কোনো রিয়েলিটি শো-ই জি এর শো গুলিকে ছাপিয়ে যেতে পারেনি। তাই এখন শার্ক ট্যাঙ্কের জনপ্রিয়তায় ভর করে জি তথা দিদিকে টেক্কা দেওয়ার চেষ্টায় রয়েছে প্রতিদ্বন্দ্বী চ্যানেল।

didi number rachana

সূত্রের খবর মানলে, ইতিমধ্যেই নতুন শোয়ের প্রোমো শুটও হয়ে গিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা কিছু করা হয়নি চ্যানেলের তরফে। দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা প্রতি সপ্তাহেই জব্বর টিআরপি তোলে। নতুন শো দিয়ে সেই জনপ্রিয়তাকে চাপা দেওয়া যায় কিনা সেটা দেখার অপেক্ষায় দর্শকরাও।


Niranjana Nag

সম্পর্কিত খবর