বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স জিও আসার পর বেশ কিছু মোবাইল অপারেটর তাদের ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে। ভারতবর্ষে একটা সময় ১২ থেকে ১৪ টি মোবাইল অপারেটর পরিষেবা প্রদান করত। সেখান থেকে বর্তমানে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে মাত্র চারে।
রিলায়েন্স জিও ছাড়া মোবাইল পরিষেবা প্রদান করে এয়ারটেল, ভি (Vodafone Idea) ও সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। বর্তমানে গোটা ভারতবর্ষে গ্রাহক সংখ্যার নিরিখে এক নম্বরে রয়েছে জিও। এরপর রয়েছে airtel। কোনও রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল।
4G পেরিয়ে বর্তমানে 5G পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও ও এয়ারটেল। এখনো পর্যন্ত ভি বা বিএসএনএল প্রযুক্তিগতভাবে এতটা অগ্রসর হতে পারেনি। 5G পরিষেবা না পাওয়ার জন্য এখন রীতিমতো হতাশ ভোডাফোন আইডিয়া গ্রাহকরা। এই অবস্থায় গ্রাহকদের খুশি করতে নতুন তিনটি প্ল্যান বাজারে লঞ্চ করল ভোডাফোন আইডিয়া।
১৭ টাকার প্ল্যান: ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে মাত্র ১৭ টাকার একটি নতুন প্ল্যান লঞ্চ করা হয়েছে। ১৭ টাকা দিয়ে রিচার্জ করলে ভোডাফোন আইডিয়া গ্রাহক রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আনলিমিটেড ফোর জি ব্যবহার করতে পারবেন। এর সাথে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং এর সুবিধা। এর বৈধতা থাকবে একদিন।
৫৭ টাকার প্ল্যান: ১৭ টাকার প্ল্যানে মতোই এই প্ল্যানে সমান সুবিধা পাওয়া যাবে। তবে এর বৈধতা থাকবে সাত দিন।
১৯৯৯ টাকার প্ল্যান: দীর্ঘমেয়াদি প্ল্যান যারা কিনতে চাইছেন তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। এতে থাকবে ২৫০ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট পাবেন। এর সাথে থাকবে আনলিমিটেড কলিং ও এসএমএস এর সুবিধা।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…