মিলবে রোজ 2GB করে ডেটা, ১ বছরের ভ্যালিডিটি! JIO, Airtel কে চ্যালেঞ্জ BSNL-এর

বাংলাহান্ট ডেস্ক : ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে 4G পেরিয়ে আমরা পা রেখেছি 5G যুগে। বর্তমান টেলিকম অপারেটরগুলি প্রত্যেকেই 5G পরিষেবা চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু অপারেটর ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু শহরে 5G পরিষেবা দিতে শুরু করেছে। এই প্রতিযোগিতায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL।

বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) এখনো পর্যন্ত 4G পরিষেবাই শুরু করে উঠতে পারেনি। তবে অন্যান্য টেলিকম অপারেটরগুলিকে টেক্কা দিতে বিএসএনএল নতুন একটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। ১৫১৫ টাকার এই রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন দৈনিক ২ জিবি করে ডেটা। সারা বছর আপনি এই ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকবেন।

এই রিচার্জ প্ল্যান এর বৈধতা ৩৬৫ দিন। দৈনিক ২ জিবির উচ্চ ডেটা শেষ হয়ে যাওয়ার পর ৪০ kbps স্পিডে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিও (Reliance Jio) রিচার্জের ক্ষেত্রেও বিএসএনএল এর এই প্ল্যানের কাছাকাছি একটি প্ল্যান আছে। ১৫৫৯ টাকা মূল্যের এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ৩৩৬ দিনের বৈধতা সহ ২৪ জিবি ডেটা। আনলিমিটেড কলিং এর পাশাপাশি ৩৬০০ টি এসএমএস ভ্যালিডিটি।

jio bsnl 660

এছাড়াও ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল টেলিকম সংস্থা এয়ারটেলের (Bharti Airtel) এই টাকায় আরো একটি প্ল্যান আছে। এই প্ল্যানটির মূল্য ১৭৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে এয়ারটেল গ্রাহকদের ২৪ জিবি হাই স্পিড ডেটা দিয়ে থাকে। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। এয়ারটেল গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড কল করতে পারবেন। এছাড়াও এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন তিন মাসের অ্যাপেলো সার্কেল বেনিফিট, বিনামূল্যে হ্যালো টিউনস, Wynk মিউজিক সাবস্ক্রিপশন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর