এবার ১০০ টাকারও কমে হয়ে যাবে রিচার্জ! Jio, Airtel কে টেক্কা দিতে নয়া চমক BSNL-এর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যতদিন গেছে ততই বৃদ্ধি পেয়েছে রিচার্জ প্ল্যানের মূল্য। ক্রমশই ব্যয়বহুল হয়ে পড়ছে মোবাইল পরিষেবা। অপরদিকে ইন্টারনেট ছাড়া বর্তমান সময়ে চলাও সম্ভব নয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি টেলিকম অপারেটরগুলি ক্রমশ তাদের রিচার্জ মূল্য বৃদ্ধি করছে।

কিন্তু এরই মধ্যে সরকারি টেলিকম পরিষেবা সংস্থা বিএসএনএল (BSNL) গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। বিএসএনএলের 4G রিচার্জ ভাউচার গ্রাহকদের চিন্তা থেকে মুক্তি দিচ্ছে। আপাতত বিএসএনএল ভারতের কিছু নির্বাচিত শহরে তাদের 4G পরিষেবা শুরু করেছে।

BSNL Recharge Plan

আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল-এর এই 4G প্ল্যানগুলি সম্পর্কে।

১৬ টাকার রিচার্জ প্ল্যান: বিএসএনএল এর সব থেকে কম দামী 4G রিচার্জ প্ল্যানটি ১৬ টাকায় পাওয়া যায়। এই প্ল্যানটির মেয়াদ একদিন ও এতে পাওয়া যায় ২ জিবি ডেটা। যারা এক দিনের জন্য ডেটা বুস্ট করতে চান তাদের জন্য এই প্ল্যানটি খুবই কার্যকরী।

৯৪ টাকার রিচার্জ প্ল্যান: ৩০ দিনের বৈধতার সাথে বিএসএনএলের এই প্ল্যান আসে। এই প্ল্যানটিতে ডেটার পাশাপাশি পাওয়া যায় ২০০ মিনিট ভয়েস কলিং এর সুবিধা। এছাড়াও এই প্ল্যানে দেওয়া হয় ৩ জিবি ডেটা।

৯৭ টাকার রিচার্জ প্ল্যান: ১৫ দিনের বৈধতা সহ এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড কলিং ও প্রতিদিন ২ জিবি করে ডেটা।

৯৮ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ২২ দিন। আপনি প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। তবে এই প্ল্যানে দেওয়া হয় না কোন ভয়েস কলিং এর সুবিধা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X