বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স জিও ভারতের টেলিকম বাজারে প্রবেশ করার পর বদলে গেছে দেশের টেলিকম মানচিত্র। সস্তায় একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান এনে জিও বাজার মাত করে দিয়েছে। এবার জিও নিয়ে এসেছে ১২৩ টাকার একটি প্ল্যান যা দিয়ে রিচার্জ করলে আপনারা পেয়ে যাবেন ১৪ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং এর সুবিধা।
বর্তমানে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আবার একই সাথে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। তবে গত কয়েক বছরে একটু একটু করে বৃদ্ধি পেয়েছে মোবাইল ফোন রিচার্জ এর খরচ। কিন্তু একটা সময় ছিল যখন দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলি মোটা টাকার বিনিময়ে সামান্য কিছু ইন্টারনেট পরিষেবা প্রদান করত।
আরোও পড়ুন : আর মাত্র কয়েক মাস! আসছে IT জগতের এক দুর্দান্ত খবর, বড়সড় আপডেট দিল রাজ্য সরকার
কিন্তু রিলায়েন্স জিও আসার পর থেকে গ্রাহকরা অল্প টাকায় বেশি ডেটার সুবিধা উপভোগ করতে পারেন। এমন অবস্থায় রিলায়েন্স কিছু সস্তার ৪জি ফোন লঞ্চ করেছে যেগুলি গ্রাহকদের আরো আকর্ষণ করছে। কিছুদিন আগেই রিলায়েন্স জিওর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে জিও ভারত ফোন। এই ফোন গুলির দাম শুরু মাত্র ৯৯৯ টাকা থেকে।
এই জিও ভারত ফোনের জন্যই রিলায়েন্স ১২৩ টাকার রিচার্জ প্ল্যানটি নিয়ে এসেছে। ১২৩ টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনারা পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা। এর সাথে থাকবে ১৪ জিবি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। একই সাথে দেশের যে কোনও প্রান্তে আনলিমিটেড কলিং করতে পারবেন আপনারা।