বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিওর (Reliance Jio) আগমনের পর বদলে গেছে দেশের টেলিকম মানচিত্র। টেলিকম বাজারে প্রবেশের পর জিও দখল করে নিয়েছে এক নম্বর স্থান। বহু টেলিকম সংস্থা জিওর আগমনের পর ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে। গ্রাহকদেরও ধীরে ধীরে পছন্দের টেলিকম সংস্থা হয়ে উঠেছে জিও।
জিওর এই জনপ্রিয়তার প্রধান কারণ হল সস্তায় আকর্ষণীয় রিচার্জ প্ল্যান। বহু গ্রাহক অন্য টেলিকম সংস্থা থেকে পোর্ট করে যুক্ত হয়েছেন জিওর সাথে। সেইসব গ্রাহকরা উপভোগ করছেন দুর্দান্ত সব অফার। তবে জিও সম্প্রতি এমন দুটি প্ল্যান নিয়ে এসেছে যা এক ঢিলে দুই পাখি মারার কাজ করবে।
আরোও পড়ুন : রান্নার গ্যাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের! ভোটের আগেই দেশবাসীর জন্য নয়া চমক
ইন্টারনেটের পাশাপাশি ক্রমশ আমাদের দেশে জনপ্রিয়তা লাভ করছে OTT প্ল্যাটফর্ম। অনেকেই আজকাল ওয়েব সিরিজ, সিনেমা দেখার জন্য বেছে নেন এই ওটিটি প্লাটফর্মকে। চলুন রিলায়েন্স জিও নতুন প্ল্যান দুটি সম্পর্কে আলোচনা করা যাক যেখানে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্ম এক্সেসের সুযোগ পাবেন।
আরোও পড়ুন : সারাদিন ফ্যান চললেও সামান্যই আসবে বিদ্যুৎ বিল! বাংলার বুকেই তৈরি হল বিশেষ ফ্যান, দাম শুনে লাফাবেন
১০৯৯ টাকার রিচার্জ প্ল্যান: জিওর এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ টি করে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। উপরি পাওনা হিসেবে থাকছে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন। এছাড়াও গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন।
১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন। এই প্ল্যানটির বৈধতাও 84 দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। একই সাথে বিনামূল্যে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন পেয়ে যাবেন গ্রাহকরা।