দিনে যতখুশি ব্যবহার করুন ইন্টারনেট, হবে না শেষ! ধামাকাদার অফার Jio-র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গ্রাহক টানতে রিলায়েন্স জিও (Reliance Jio) শুরু থেকেই একাধিক চমকপ্রদ অফার নিয়ে এসেছে। রিলায়েন্স জিও বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই প্ল্যানে কখনো থাকে দুর্দান্ত ইন্টারনেট অফার, আবার কোনো প্ল্যান হয় খুব সস্তার। কিন্তু প্রত্যেকটি রিচার্জ প্ল্যানে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহারের একটি নির্দিষ্ট সীমা থাকে। সেই সীমা অতিক্রান্ত হয়ে গেলে আপনাকে অপেক্ষা করতে হয় পরের দিন পর্যন্ত।

কিন্তু রিলায়েন্স জিও এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা আপনাকে অবাক করে দেবে। এই প্ল্যানটির নাম দেওয়া হয়েছে জিও ফ্রিডম প্ল্যান (Freedom Plan) । মাত্র ২৯৬ টাকা রিচার্জে আপনি পেয়ে যাবেন বড় সুবিধা। এই প্ল্যানের সব থেকে বড় বৈশিষ্ট্য হল এতে আপনি আনলিমিটেড ডেটা (Unlimited Data) ব্যবহার করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক এই ফ্রিডম প্ল্যান সম্পর্কে।

একাধিক ফ্রিডম প্ল্যান আগে অফার করেছিল রিলায়েন্স জিও। কিন্তু একে একে সেগুলি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই টেলিকম কোম্পানি তাদের ব্যবহারকারীদের ২৯৬ টাকার ফ্রিডম প্ল্যানটি অফার করছে। জিওর এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। জিও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের দিচ্ছে ২৫ জিবি হাই স্পিড ডেটা। এছাড়াও এই প্যাক রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

আপনি চাইলে এই ডেটা এক সপ্তাহেও শেষ করতে পারেন অথবা আপনার প্রয়োজন মতো ৩০ দিন পর্যন্ত চালাতে পারেন। অর্থাৎ প্রতিদিনের বাঁধাধরা ডেটা লিমিট থাকবেনা। অন্যদিকে, রোজ ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এরই সাথে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড এর মত একাধিক জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X