বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের টেলিকম বাজারে গ্রাহক সংখ্যার নিরিখে এক নম্বর রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। মুকেশ আম্বানির এই সংস্থা ভারতের বাজারে প্রবেশ করার পর অন্যান্য টেলিকম সংস্থাগুলির অবস্থা করুন হয়ে পরে। অত্যন্ত অল্প খরচে ৪জি ডেটা দিয়ে গ্রাহকদের মন জয় করে নেয় জিও।
দ্রুত এই সংস্থা ভারতের মোবাইল বাজার নিজেদের দখলে করে নেয়। বর্তমানে ভারতের বেশকিছু জায়গায় রিলায়েন্স জিও ৫জি পরিষেবা শুরু করেছে। এমন অবস্থায় ফের দুটি নতুন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য বাজারে আনল জিও। এই রিচার্জ প্ল্যানগুলো দিয়ে গ্রাহকরা একবার রিচার্জ করলে ৮৪ দিনের জন্য পাবেন আনলিমিটেড কলিং, ডেটা ও ওটিটি এর সুবিধা।
রিলায়েন্স জিও ৭৩৯ টাকা এবং ৭৮৯ টাকার দুটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই রিচার্জ প্ল্যানগুলির রয়েছে একাধিক সুবিধা। বাড়তি সুবিধা হিসাবে এই রিচার্জ প্ল্যান দুটিতে থাকছে JioSaavn Pro এর সাবস্ক্রিপশন। চলুন এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক প্ল্যানগুলির বৈশিষ্ট্য।
৭৩৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। এছাড়াও থাকবে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা। JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো একাধিক Jio Apps-এর সাবস্ক্রিপশন গ্রাহকরা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
৭৮৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানেও গ্রাহকরা পাবেন ৮৪ দিনের বৈধতা। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন গ্রাহক। এর সাথে রয়েছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা। JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো একাধিক Jio Apps-এর সাবস্ক্রিপশনও গ্রাহকরা এই রিচার্জের সাথে পেয়ে যাবেন।