বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর হল রিলায়েন্স জিও (Reliance Jio)। একটা সময় ভারতের টেলিকম বাজার দখল করে রেখেছিল এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থাগুলি। কিন্তু সস্তায় ৪জি টেকনোলজি নিয়ে এসে বাজার মাত করে দিয়েছে জিও। ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে জিওর আগমনের পর অনেক টেলিকম কোম্পানি বন্ধ হয়ে গেছে।
রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে আসে। এগুলির মধ্যে অন্যতম একটি রিচার্জ হল ২৬ টাকার টপ আপ। ২৬ টাকার এই রিচার্জের বৈধতা ২৮ দিন। এই রিচার্জে গ্রাহকরা ডেটার সুবিধা পাবেন। ২৬ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ২ জিবি ডাটা। অর্থাৎ ২৮ দিন পর্যন্ত গ্রাহকরা ২ জিবি ডেটার আনন্দ উপভোগ করতে পারবেন।
২ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড নেমে আসবে ৬৪ কেবিপিএসে। অন্যদিকে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কোনও রকম কলিং বা এসএমএস এর সুবিধা পাবেন না। আপনাদের জানিয়ে রাখি, ২৬ টাকার এই রিচার্জ শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য। সাধারণ ব্যবহারকারীরা এই রিচার্জের সুবিধা পাবেন না।
পাশাপাশি জিও তাদের নিজস্ব ফোন গ্রাহকের জন্য ৬২ টাকার একটি রিচার্জ অফার করছে। ৬২ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৬ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানের বৈধতাও ২৮ দিন। জিও তাদের সাধারণ ব্যবহারকারীদের জন্যও বেশ কিছু টপ আপ প্ল্যান অফার করে। এগুলির মধ্যে সবথেকে সস্তার প্ল্যানটি হল ১৫ টাকা। এতে গ্রাহকরা পেয়ে যাবেন এক জিবি অতিরিক্ত ডেটা।