নজির গড়ল ‘সেবাশ্রয়’! সেকেন্ড ইনিংসের প্রথম দিনেই ৩৫ হাজার রেজিস্ট্রেশন, উপকৃত আট থেকে আশি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সাংসদ হওয়ার পর থেকেই আমজনতার সুবিধার্থে একের পর এক উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের এই সাংসদের নেতৃত্বেই শুরু হয়েছে ‘এক ডাকে অভিষেক ‘থেকে শুরু করে ‘সেবাশ্রয়’র মত জনপ্রিয় কর্মসূচি। প্রথম ইনিংসে ব্যাপক সাফল্য লাভের পর ফের শুরু হল ‘সেবাশ্রয়’র দ্বিতীয় কর্মসূচি।

অভিষেকের (Abhishek Banerjee) নেতৃত্বে সেবাশ্রয়ের জয়জয়কার

রবিবার অর্থাৎ ১৬ মার্চ ‘সেবাশ্রয়’র (Sevashray) দ্বিতীয় ক্যাম্পের  সূচনা হয়। জানা গিয়েছে, আগামী ২০ মার্চ পর্যন্ত এই ক্যাম্প চলবে। টানা চারদিন ধরেই রাজ্যের অসুস্থ মানুষদের সেবার কাজে নিযুক্ত থাকবে সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন সাতটি বিধানসভা এলাকায় এই মেগা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, দ্বিতীয় ইনিংসে মোট ক্যাম্পের সংখ্যা ২৭৩টি।

আরও পড়ুন : বাংলাদেশ-পাকিস্তান নয়! ভারতের সাথে সু-সম্পর্ক রাখতে মরিয়া এই পড়শি দেশ, এল বিশেষ বার্তা

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি চলবে এই শিবির। সূত্রের খবর, দ্বিতীয় পর্বে আয়োজিত ক্যাম্পের প্রথম দিনেই প্রায় ৩৫ হাজার জনের রেজিস্ট্রেশন হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ উপকৃত হয়েছেন সেবাশ্রয়ের হাত ধরে। এককথায় বলা যায়, পশ্চিমবঙ্গে এক ‘মাইলস্টোন’ সৃষ্টি করেছে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) মাস্টারপ্ল্যান ‘সেবাশ্রয়’।

আরও পড়ুন : পাকিস্তানেই পরপর নিকেশ ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা! চমকে দেবে লম্বা লিস্ট

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, কেবলমাত্র ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার লোকজনই নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে চিকিৎসার প্রয়োজনে সেবাশ্রয়ের ক্যাম্পে (Medical Camp) ছুটে এসেছেন বহু মানুষ। এমনকি, দ্বিতীয় দফার প্রথম দিনেই পূর্ব বর্ধমানের পাটুলি থেকে ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্পে আগত ছোট্ট শিশুর সিন্থিয়া বর্ধনের চিকিৎসার দায়িত্ব নিতেই অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ আমজনতা।

New record abhishek banerjee Sevashray

 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন। কোনও রাজনৈতিক রঙ বিচার না করেই ডায়মন্ড হারবারের সাংসদ (Members of Parliament) সকল স্তরের মানুষকে এই বিশাল কর্মযজ্ঞে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এখন তাঁর আহবানে সাড়া দিয়ে একের পর এক শিবিরে ভিড় জমছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X