বাংলাহান্ট ডেস্ক : মহাকুম্ভ (Maha Kumbh) উপলক্ষে গোটা বিশ্ব থেকে পুণ্যার্থীরা এসেছেন ভারতের প্রয়াগরাজে। প্রতিদিন কাতারে কাতারে মানুষ স্নান করছেন মহাকুম্ভে। সরকারি সূত্র বলছে, ইতিমধ্যেই ৪২ কোটি পুণ্যার্থী মহাস্নান সেরেছেন প্রয়াগরাজে (Prayagraj)। আগামী দিনে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে প্রশাসন।
মহাকুম্ভে (Maha Kumbh) নয়া রেকর্ড
তাই মহাকুম্ভ (Maha Kumbh) আগামী দিনে যে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত পুণ্য অর্জনের আশায় ডুব দিচ্ছেন ত্রিবেণী সঙ্গমে। কোটি কোটি পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রুটি রাখছে না পুলিশ-প্রশাসনও। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে পুণ্যার্থীদের ভিড় তৈরি করছে নতুন নতুন রেকর্ড।
আরোও পড়ুন : ধুঁকছে সিরিয়াল, অস্তগত TRP, ৩ বছর পুরনো মেগা নিয়ে এবার বড় সিদ্ধান্ত চ্যানেলের! হয়ে গেল শেষ শুটিং
একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমেরিকা ও কানাডার মোট জনসংখ্যাকে ছাপিয়ে গিয়েছে মহাকুম্ভে ভক্তদের সমাগম। আরো বেশ কিছুদিন বাকি রয়েছে মহাকুম্ভের। মনে করা হচ্ছে, মহাকুম্ভে আগত ভক্তদের সংখ্যা ৫০ কোটি ছাপিয়ে যেতে পারে। প্রাচীন কাল থেকেই কুম্ভ মেলার (Kumbh Mela) গুরুত্ব অপরিসীম সনাতনী হিন্দুদের কাছে।
আরোও পড়ুন : স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট এবার ভারতে! মাস্ক-মোদীর ৫৫ মিনিটের বৈঠকে হল কী কী আলোচনা?
যত সময় গিয়েছে ততই মহাকুম্ভে (Maha Kumbh) আগত ভক্তদের সংখ্যা তৈরি করেছে নতুন নতুন রেকর্ড (Record)। প্রতি তিন বছর অন্তর কুম্ভ মেলা, প্রতি ছয় বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা, প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা ও প্রতি ১৪৪ বছর অন্তর মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয় কুম্ভ মেলা।
শুধু ধর্মীয় সমাবেশ নয়, হিন্দু সম্প্রদায়ের বাণিজ্য, মেলা, শিক্ষা, সাধুদের ধর্মীয় বক্তব্য, সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলনমেলাও এই কুম্ভ। ২০১৯ সালে প্রায় ২০০ মিলিয়ন হিন্দু তীর্থযাত্রী অংশ নেন কুম্ভ মেলায়। বিশ্বের সবচেয়ে বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত কুম্ভ মেলাকে ইউনেস্কো ‘পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবেও স্বীকৃতি প্রদান করেছে।