ডিজিটাল যুগের দিকে রকেটের গতিতে দৌড়াচ্ছে ভারত, সমালোচকদের তুড়ি মেরে নতুন রেকর্ড গড়লো ভারতীয়রা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে গত ২ বছর ধরে অনলাইন মাধ্যমকে আরো বেশি আপন করে নিয়েছে মানুষজন। এতে করে একদিকে যেমন সময়ও কিছুটা বেঁচে যাচ্ছে, তেমনই অন্যদিকে বজায় থাকছে সামাজিক দূরত্বও। এসবের মধ্যে ভারতের ডিজিটাল ইন্ডিয়া গতিবিধি নিজের গন্তব্যে পৌঁছে গেছে।

জানা গিয়েছে, ২০২১ অক্টোবর পর্যন্ত ডিজিটাল লেনদেন ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করে গিয়েছে। আর এই সাফল্যের সময় সরকার নিজের সমালোচকদের ট্যাগ করে নানারকম প্রশ্নও তুলে ধরেছে।

এই বিষয়ে কংগ্রেস নেতা পি. চিদাম্বরমের উদ্দেশ্যে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে প্রশ্ন তুলেছেন অখিলেশ মিশ্র। তিনি প্রশ্ন করেছেন, ‘ভারতের ডিজিটাল অর্থপ্রদানের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস নেতা পি. চিদাম্বরম আজ কি বলবেন, যেখানে ভারত ডিজিটাল লেনদেনে ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করে গিয়েছে। এই বিষয়ে সরকারকে আক্রমণ করা বাকি কংগ্রেস নেতৃত্বরা কোথায় গেলেন?’

ব্লুক্রাফ্ট ডিজিটাল ফাউন্ডেশনের সিইও অখিলেশ মিশ্র আরও বলেন, ‘ভারতে ডিজিটাল কীভাবে কাজ করবে?’ এমন প্রশ্ন তুলেছিলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি এখন কোথায় গেলেন? এছাড়াও শশী থারুর, রাহুল গান্ধী এবং কংগ্রেসকেও এই বিষয়ে আক্রমণ করেছেন অখিলেশ মিশ্র।

upi 1

তিনি বলেন, ২০১১ সালে চার গুণ বেশি ডিজিটাল লেনদেন করত চীন। কিন্তু ২০১৮ সালে আমরা সেই রেকর্ড ভেঙে দিয়েছি। এইভাবে এগিয়ে ২০২০ সালে আমরা চীনের থেকে দেড় গুণ এবং ২০২১ সালে ২ গুণ এগিয়ে গিয়েছি।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) তথ্য অনুসারে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহার করে লেনদেনের মূল্য অক্টোবর মাসে ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করে গিয়েছে। এই মাসে ৭.৭১ লক্ষ কোটি টাকা মূল্যের ৪.২ বিলিয়ন ইউপিআই লেনদেন হয়েছে।

অক্টোবরের পূর্বে সেপ্টেম্বরে UPI ৬.৫ লক্ষ কোটি টাকার ৩.৬ বিলিয়ন লেনদেন রেকর্ড করেছিল। সুতরাং অক্টোবরে লেনদেনের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ এবং মূল্য বেড়েছে ১৮.৫ শতাংশ। গতবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে এই বছরে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর