বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আলিপুরদুয়ার জেলাতে কেন্দ্রীয় সরকারের NHAI অর্থাৎ সড়ক দপ্তরের প্রোজেক্টের জন্য। সড়ক দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এই শূন্য পদে রাজ্যের যেকোনও প্রান্ত থেকে প্রার্থীর আবেদন করতে পারেন। এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল আবেদন , শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 21.09.2023
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator
শূন্য পদ: ২টি
আরোও পড়ুন : শুধু মেট্রো নয়, এবার জলের তলা দিয়ে ছুটবে ট্রেনও! জানুন, ভারত থেকে কোথায় যাবে এই রেলপথ
যোগ্যতা: প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়াও এক বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে।
বয়সসীমা: ৬০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই পদগুলিতে।
বেতন: এই পদের জন্য মাসিক ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আরোও পড়ুন : ‘যোগ্যতা’ নেই, কলেজের অধ্যক্ষাকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! সঙ্গে বহিষ্কৃত এক অধ্যাপক
নিয়োগ পদ্ধতি: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ: 06/10/2023 তারিখ সকাল 11.00 টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা: Bhumi Conference Hall, Room No-402, 4th floor, Dooars Kanya, Alipurduar।
আবেদন পদ্ধতি: আলাদাভাবে আবেদনের প্রয়োজন নেই। নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে ইন্টারভিউয়ের জন্য।
প্রয়োজনীয় নথি: শিক্ষাগত যোগ্যতার নথি, EPIC /AADHAAR CARD, কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট, পাসপোর্ট ছবি, অভিজ্ঞতার সার্টিফিকেট
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’