বাংলা হান্ট ডেস্কঃ লাদাখের বাহনের রেজিস্ট্রেশনের জন্য সরকার একটি নতুন রেজিস্ট্রেশন LA এর শুভারম্ভ করেছে। এর আগে জম্মু কাশ্মীর আর লাদাখের জন্য JK ব্যাবহার করা হত। সড়ক পরিবহণ এবং ন্যাশানাল হাইওয়ে মন্ত্রালয়ের অধিসুচনা অনুযায়ী, কেন্দ্র সরকার মোটর সাইকেল অধিনিয়ম ১৯৮৮ বদল এনে তৎকাল ভুতল পরিবহণ মন্ত্রালয় দ্বারা ১২ জুন ১৯৮৯ তে প্রাকশিত অধিসুচনা এসও 444 সংশোধন করা হয়েছে। এই সংশোধন অনুযায়ী, ক্রমিক সংখ্যা ১৭ তে বদল এনে ক্রমিক সংখ্যা ১৭-এ অনুযায়ী লাদাখে LA জোড়া হয়েছে।
সরকার ৫ই আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছিল, এবং জম্মু কাশ্মীর আর লাদাখ নামে দুটি কেন্দ্রসাশিত রাজ্য গঠন করা হয়েছিল। লাদাখে কারগিল আর লেহ দুটি জেলা আছে, আর লাদাখ এখন দ্বিতীয় সবথেকে বড় কেন্দ্র শাসিত রাজ্য। প্রসঙ্গত, ৩১ অক্টোবর থেকে জম্মু কাশ্মীর আর লাদাখ আলাদা আলাদা কেন্দ্র শাসিত রাজ্য হয়ে গেছে। পরিবহণের জন্য বাহনের রেজিস্ট্রেশন করার জন্য সড়ক পরিবহন এবং রাজমার্গ মন্ত্রালয় বুরধবার মোটর বাহন অধিনিয়ম ১৯৮৮ সংশোধন করেছে।