চিনে নিন নতুন রকস্টার অরিজিৎকে:-

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক :- ভরসা ছিল অরিজিৎ সিং এ। তাই রীতিমত তাঁর গানই কেচুয়াডাঙার অরিজিৎ ঘোষাল কে একরকম রকস্টার এ পরিণত করে তুলল।

ঘটনার সূত্রপাত গতবছর জুলাই তে। অরিজিৎ এর জীবনে দুটি জিনিস ই প্রধাণ ছিল একথা কেচুয়াডাঙার সবাই জানত। প্রথমত অরিজিৎ সিং, দ্বিতীয় টি একেবারেই কোনো জিনিস সংক্রান্ত নয়, তা হল সুস্মিতা অর্থাৎ অরিজিৎ এর একমাত্র মাথা খোঁজার জায়গা। দীর্ঘ পাঁচ বছরের প্রেম তাঁকে তাদের সম্পর্কে চিন্তাভাবনার ব্যপারে অনেকটাই এগিয়ে দিয়েছিল। এমনকি অরিজিৎ এর বন্ধুদের মতে, “ও তো সুস্মিতা বলতে পাগল ছিল। সারাদিন সুস্মিতা আর বাড়ি ফিরে অরিজিৎ এর একমাত্র ভরসা অরিজিৎ সিং এই ছিল ওর দুনিয়া, কিন্ত সুস্মিতা যে ওকে এভাবে ছেড়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারিনি আমরা”।

গত বছর জুলাই তে অরিজিৎ এর ব্রেকাপের পর তৎকালীনের অরিজিৎ আর এখনের অরিজিৎ দুটোর মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। এই অরিজিৎ রীতিমত এখন কেচুয়াডাঙার এখন রকস্টার। ঘটনার সূত্রপাত হয়েছিল পাড়ার একটি ছোট্ট ফাংশন থেকে। ব্রেকাপের পর পরই একটি অনুষ্ঠানে রীতিমতো মাতিয়ে দিয়েছিল এই অরিজিৎ।

অরিজিৎ এর মতে, “আমার ওকে কিছু বলার নেই। ও যার সাথেই থাকুক ভালো থাকুক। আমি এখন আমার গান নিয়ে সুখে আছি। হয়তো কোনোদিন ওকে ভুলতে পারবোনা হয়ত কোনোদিন ভুলতে চাইওনা। এভাবে আমার গিটার থেকে ওকে মনে করাটা সারাজীবন ঝড়ে পড়বে”।

X