বাংলা হান্ট ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে ব্যাংক এটিএম জালিয়াতির ঘটনা। সে কারণেই গ্রাহকদের আরও কড়া নিরাপত্তা দিতে ১ লা জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলতে গেলে ব্যবহার করতে হবে ওটিপি অর্থাৎ “One One time password “।
রাত ৮ টা থেকে সকাল ৮ টার মধ্যে যদি কোন এসবিআই গ্রাহক এসবিআই এর এটিএম থেকে ১০ হাজারের বেশি টাকা তোলে সে ক্ষেত্রে ঐ ব্যক্তিকে ওটিপি ব্যবহার করতে হবে। এবার থেকে এটিএমে ওই ব্যক্তিকে নিয়ে যেতে হবে রেজিস্টার্ড মোবাইল ফোন তাতেই আসবে ওই ওটিপি।একবার ১০ হাজার টাকা তোলার ক্ষেত্রে এটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
চারিদিকে ব্যাংক এবং এটিএম জালিয়াতি আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ১০ হাজার টাকা টাকা তোলার ক্ষেত্রে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এস বি আই গ্রাহকদের।
অন্য ব্যাংকের এটিএমের ক্ষেত্রে এই ব্যবস্থা এখনই প্রযোজ্য নয়। এসবিআই এটিএম কার্ড হোল্ডার যদি অন্য কোন ব্যাংক এর এটিএম থেকে টাকা তোলে তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ হবে না।
শুধুমাত্র এসবিআই এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেই ১ লা জানুয়ারি থেকে ব্যবহার করতে হবে ওটিপি।