সাবধান! ১ মে বদলে যাচ্ছে GST-র নিয়ম, ৭ দিনের মধ্যে এই কাজ না করলে পড়বেন বিপদে

বাংলাহান্ট ডেস্ক: আপনি কি একজন ব্যবসায়ী? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিএসটি নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র। জিএসটি নেটওয়ার্ক (Goods & Services Tax) লেনদেনের নিয়মে বড়সড় বদল আনা হয়েছে। আগামী ১ মে থেকেই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে দেশজুড়ে। এটি একবার কার্যকর হয়ে গেলে দেশের ব্যবসায়ীদের তা মেনে চলতেই হবে। নয়তো তাদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

নতুন নিয়ম অনুযায়ী, ১ মে থেকে যে কোনও লেনদেনের রসিদ ইনভোয়েস রেজিস্ট্রেশন পোর্টালে আপলোড করতে হবে। লেনদেন করার ৭ দিনের মধ্যে এটি আপলোড করতে হবে। যে সব ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার ১০০ কোটি টাকার বেশি, তাদের ক্ষেত্রে আগামী ১ মে থেকে নতুন এই নিয়ম প্রযোজ্য হয়ে যাবে। নতুন এই নিয়ম অনুযায়ী, এই ব্যবসায়ীরা লেনদেনের ৭ দিন পেরিয়ে গেলে আর পুরোনো রসিদটি আপলোড করতে পারবেন না। 

Goods and Services Tax

এর অর্থ ৭ দিনের বেশি পুরোনো রসিদ জিএসটি নেটওয়ার্কে আপলোড করা যাবে না। অর্থাৎ এই লেনদেনগুলির উপর রিটার্নও পাবেন না ব্যবসায়ীরা। যদিও এই নিয়ম শুধুমাত্র রসিদের ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যবসায়ীরা ৭ দিন পরেও ডেবিট এবং ক্রেডিট নোট আপলোড করতে পারবেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন এই নিয়ম না মানলে ব্যবসায়ীরা ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা পাবেন না। 

উল্লেখ্য, কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের মূল্যের মধ্যে ফারাকটি ইনপুট ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে ফেরত পান ব্যবসায়ীরা। বর্তমানে ব্যবসায়ীরা তাদের রসিদ যখন খুশি আপলোড করতে পারেন। কিন্তু নতুন নিয়ম লাগু হওয়ার পর ৭ দিনের মাথায় আপলোড না করলে আর রিটার্ন পাবেন না। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, নতুন এই নিয়মের মাধ্যমে জিএসটি সংগ্রহ বাড়াতে চাইছে কেন্দ্র। 

একইসঙ্গে ব্যবসায়ীরাও সঠিক সময়ে আইটিসি পাবেন। ডিজিটাইজেশনের প্রক্রিয়াকে আরও মজবুত করতেই এমন পদক্ষেপ করছে কেন্দ্র বলে মত অনেকের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্রক্রিয়া ধীরে ধীরে সব স্তরের ব্যবসায়ীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সময়ের মধ্যে রসিদ আপলোড করলে সরকার ও ব্যবসায়ী উভয়েরই ব্যাপক লাভ হবে বলে মত তাঁদের। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর