দেশের কোটি কোটি গ্রাহককে ঝটকা দিল SBI, আজ থেকে বদলে গেল এই নিয়ম! এবার বাড়বে খরচ

বাংলা হান্ট ডেস্ক : আবারো একবার গ্রাহকদেরকে বেশ বড় ধাক্কা দিয়েছে এসবিআই (State Bank of India)। আজ থেকে অর্থাৎ ১৫ জুলাই বেশ বড় এক পরিবর্তন দেশের স্টেট ব্যাংক। আর SBI এর সেই সিদ্ধান্তের প্রভাব পড়বে সাধারণ গ্রাহকদের ওপর। কারণ আরও একবার SBI তাদের EMI এর ওপর সুদের হার বাড়িয়েছে অনেকখানি।

অবশ্য শুধু EMI নয়, সমস্ত ঋণের ওপরেই সুদের অঙ্ক  বাড়িয়েছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। জানা যাচ্ছে,‌ আজ থেকেই লাগু হচ্ছে নয়া সুদের হার। আর এই তথ্য জানিয়েছে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট। ফলে একথা বলাই বাহুল্য যে, সাধারণ মানুষের পকেটের ওপর ভালোই চাপ বাড়তে চলেছে। কিন্তু কতটা বাড়ল এবার সুদের হার?

স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এবার ব্যাঙ্ক তাদের MCLR অর্থাৎ Marginal Cost Of Fund Based Lending Rate বাড়িয়েছে ০.০৫%। ফলে সমস্ত ঋণের ওপর সুদের হার বাড়ছে আজ থেকেই। নতুন বৃদ্ধির পর স্টেট ব্যাংকের রাতারাতি MCLR রেট বেড়ে হয়েছে ৮%।

এই মাস থেকে ৩ মাসের ক্ষেত্রে সেটি ৮.১৫% এ পৌঁছেছে। ৬ মাস পর্যন্ত সুদের হার রয়েছে ৮.৪৬% আর ১ বছরের জন্য ৮.৫৫%। ২ বছরের ক্ষেতে ৮.৬৫%, ৩ বছরের জন্য ৮.৭৫%। ব্যাংকের এই নতুন সিদ্ধান্ত গ্রাহকদের পকেটের ওপর চাপ বাড়াবে।

ba93f172 d338 11ea 985e 0246d4273452 1596787559227 1596787579793 1597285136032

উল্লেখ্য যে, MCLR বাড়ার ফলে ঋণের ওপর সুদের হার যেমন হোমলোন, কারলোন ইত্যাদি আরো দামী হয়েছে। প্রসঙ্গত গত বছর মার্চ থেকেই রিজার্ভ ব্যাংকের তরফে রেপোরেট বাড়ানোর পর থেকে ঋণের ওপর সুদের হার বাড়িয়েই চলেছে ব্যাংকগুলো। এবার আরো একবার ব্যাংকের সিদ্ধান্তের কারণে অতিরিক্ত টাকা গুণতে হবে গ্রাহকদের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর