বাংলাহান্ট ডেস্কঃ দেশব্যাপী লকডাউনের কারনে ইতিমধ্যে বিপর্যস্ত দেশের অর্থনীতি। কোটি কোটি মানুষ বেকার। এই মুহুর্তে এটিএম (atm) ব্যাবহারের ক্ষেত্রে নয়া নিয়ম আনল রিজার্ভ ব্যাংক। যার জেরে সমস্যায় পড়বে দেশের কোটি কোটি ব্যাংক গ্রাহক৷
রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে ৫ হাজার টাকার বেশী তুলতে গেলেই দিতে হবে অতিরিক্ত মাশুল। জানা যাচ্ছে, ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১৭ টাকা এবং নন-ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ৭ টাকা চার্জ করা হবে।
পাশাপাশি, করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তেই বিভিন্ন স্বাস্থ্য গবেষণায় জানা গিয়েছিল, এ.টি.এম থেকে করোনা ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়তে পারে। যেহেতু এ.টি.এম এর বিভিন্ন অংশ মানুষের আঙুলের প্রত্যক্ষ সংস্পর্শে আসে তাই এ.টি.এম এর কোনো অংশে ভাইরাস থাকলে তা দ্রুতগতিতে অনেকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এবার সেই সমস্যা সমাধান করতেই নতুন প্রযুক্তি আনল ব্যাংকগুলি।
ব্যাংকগুলি জানিয়েছে, এ.টি.এম গুলিতে এবার আসতে চলেছে কিউ আর (QR) প্রযুক্তি। এবার থেকে থাকবে না আর কোনো পাসওয়ার্ড মনে রাখা এবং পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা। ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকের যাবতীয় তথ্য এখন থাকে কার্ডের চিপে। এ.টি.এম এ সেই সমস্ত তথ্য চেক করে। এবার সেই সব তথ্য মোবাইলে QR কোড স্ক্যানার দিয়েই জেনে নেবে ব্যাংক।
QR কোড স্ক্যান করে টাকা তোলার পদ্ধতি অনেক সময় বাঁচায়। কয়েক সেকেন্ডেই টাকা তোলা যায়। পাশাপাশি এই প্রযুক্তি আগের প্রযুক্তির তুলনায় অনেক বেশী সুরক্ষিত এবং উন্নত। পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে বেশ উপযোগী।