সন্ধ্যা ৭টা না, তারপরেও গড়াবে লোকাল ট্রেনের চাকা জানালো রেল

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের জেরে ফের রাজ্যে লাগু হয়েছে করোনার বিধিনিষেধ। একপ্রকার আংশিক লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। বিধিনিষেধ অনুযায়ী, লোকাল ট্রেনের চলাচলের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা সাতটার পর রাজ্যে বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল।

তবে, এই নিয়ম সামনে আসার পরেই বিভ্রান্তি শুরু হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭ টার মধ্যে শেষ হলে স্টেশন থেকে ওই সমস্ত লোকাল ট্রেন কখন ছাড়বে বা গন্তব্যে কখন পৌঁছবে তা নিয়েই একাধিক প্রশ্ন ছিল যাত্রীদের। তবে, সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

রেলের পক্ষ থেকে বলা হয়েছে যে, সমস্ত অরিজিন স্টেশন, অর্থাৎ যে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ছে, তার শেষ সময় হচ্ছে সাতটা। এরপর গন্তব্যে পৌঁছতে যতক্ষণ সময় লাগবে, ততক্ষণে যাত্রা শেষ করবে ট্রেনটি। টাইম টেবিল অনুযায়ী সাতটা পর্যন্ত চলবে ট্রেন। অর্থাৎ মনে করুন, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল রয়েছে সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিটে, সেক্ষত্রে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার শেষ ট্রেন হিসেবে বিবেচিত হবে এটি।

IMG 20220103 164345

পাশাপাশি, রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, আপাতত যাত্রী সচেতনতার দিকে বিশেষভাবে নজর দিচ্ছে রেল। ট্রেনের মধ্যে মাস্ক পরে যাতায়াত করতে হবে। এমনকি, মাস্ক নিয়ে অভিযানও করবেন রেল কর্মীরা। যদি কেউ মাস্ক না পরে থাকেন, তাহলে সেক্ষত্রে জরিমানাও করা হবে। এছাড়াও, রাজ্য যদি ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালাতে পারে, তাহলে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালাতেও কোনও সমস্যা নেই বলে মনে করছে রেল।

একনজরে দেখে নিন হাওড়া এবং শিয়ালদহ থেকে বিভিন্ন রুটের শেষ ট্রেনগুলির তালিকা:

হাওড়া:

* হাওড়া-ব্যান্ডেল লোকাল – ৬ টা ৪৫ মিনিট
* হাওড়া-বর্ধমান লোকাল – ৬ টা ৫৭ মিনিট
* হাওড়া-কাটোয়া লোকাল – ৬ টা ১০ মিনিট
* হাওড়া-গোঘাট লোকাল – ৬ টা ৪০ মিনিট
* হাওড়া-ব্যান্ডেল লোকাল (মাতৃভূমি) – ৬ টা ৫৫ মিনিট
* হাওড়া-খড়গপুর লোকাল (মাতৃভূমি) – ৬ টা ৫০ মিনিট
* হাওড়া-মেদিনীপুর লোকাল (ভায়া খড়গপুর) – ৬ টা ৪০ মিনিট
* হাওড়া- বর্ধমান লোকাল (গ্যালপিং) – ৭ টা
* হাওড়া-হলদিয়া লোকাল – ৬ টা

শিয়ালদহ:
* শিয়ালদহ-বারুইপুর লোকাল – ৬ টা ৫৫ মিনিট
* শিয়ালদহ-বজবজ লোকাল – ৬ টা ২৫ মিনিট
* শিয়ালদহ-ক্যানিং লোকাল – ৬ টা ৩৮ মিনিট
* শিয়ালদহ-ডায়মন্ডহারবার লোকাল – ৬ টা ৪৫ মিনিট
* শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল – ৬ টা ৫৫ মিনিট
* শিয়ালদহ-গেদে লোকাল – ৬ টা ২০ মিনিট
* শিয়ালদহ -বনগাঁ লোকাল – ৬ টা ৫৭ মিনিট
* শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল – ৬ টা ৪৩ মিনিট
* শিয়ালদহ-শান্তিপুর লোকাল – ৬ টা ৫০ মিনিট
* শিয়ালদহ-হাসনাবাদ লোকাল – ৬ টা
* শিয়ালদহ- ডানকুনি লোকাল – ৬ টা ৮ মিনিট

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর