পরা যাবে না ছেঁড়া জিন্স-হাতকাটা জামা! জগন্নাথ ধামে এবার নয়া আইন জারি

বাংলাহান্ট ডেস্ক : পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ মন্দিরে প্রবেশের জন্য জারি করেছে নয়া পোশাক বিধি। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এবার থেকে যেকোনো পোশাকে আর ঢোকা যাবে না মন্দিরে। কর্তৃপক্ষ জানাচ্ছে, টর্ন জিন্স, হাফ প্যান্ট, স্লিপলেস জামা পরে অনেকেই আসেন মন্দিরে। কিন্তু মন্দিরে প্রবেশের জন্য পরে আসতে হবে ‘ভদ্র পোশাক।’

মন্দির বিনোদনের স্থান নয়, ভক্তি ভাব মন্দিরের প্রধান উদ্দেশ্যে। তাই পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্য জারি করেছে নতুন পোশাক বিধি। পোশাক সংক্রান্ত বিষয়ে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সোমবার নির্দেশিকা জারি করে। জানানো হয়েছে, নয়া বিধি এখনই বলবৎ করা হচ্ছে না। নতুন পোশাক বিধি চালু করা হবে ২০২৪-এর ১ জানুয়ারি থেকে।

আরোও পড়ুন : আসছে নয়া পরিবর্তন, উপকৃত হবেন আমজনতা! রেল নিয়ে বড়সড় আপডেট মোদির

পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠক ছিল সোমবার। সেই বৈঠকেই আলোচনা হয় মন্দিরে অশালীন পোশাক পরে প্রবেশের বিষয়টি নিয়ে। নতুন পোশাক বিধি জারি করা হয়েছে তাই ধর্মীয় ভাবাবেগের কথা ভেবেই। পোশাক বিধি বলবৎ করা নিয়েও কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।

puri jagannath temple 148302344503 orijgp 1

জানা গেছে, জগন্নাথ মন্দিরের ‘সিংহদুয়ারে’ নিরাপত্তারক্ষী এবং অভ্যন্তরে ‘প্রতিহারী’-তে সেবায়েত মোতায়েন করা হবে নজরদারির জন্য। আগামী বছরের শুরুর দিকেই কার্যকর হবে নতুন এই নির্দেশিকা, কিন্তু এই বিষয়ে প্রচার অভিযান আজ থেকেই আরম্ভ করে দেওয়া হচ্ছে। তবে এই খবর সামনে আসার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর