পাল্টে যাচ্ছে রেশন কার্ডে গম, চাল নেওয়ার নিয়ম! অমান্য করলেই আর পাবেন না খাদ্যসামগ্রী

বাংলাহান্ট ডেস্ক : ভারতের কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নথি হিসাবে ব্যবহার করেন রেশন কার্ড। তবে আমাদের দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন জোগানোর অন্যতম একটি মাধ্যম।

সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকার রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের জন্য। রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে খাদ্যদ্রব্য কিনতে পারেন সুবিধাভোগীরা। টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (টিপিডিএস) এর মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হত যোগ্য পরিবারগুলিকে। এবার এই রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় তথ্য। এই খবর শোনার পর আপনিও চমকে উঠতে পারেন।

আরোও পড়ুন : শিক্ষক, রেশন দুর্নীতি অতীত! এবার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে কোটি কোটি টাকা নয়ছয়, তোলপাড় দক্ষিণ ২৪ পরগনা

অভিযোগ বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছে না রেশন কার্ড। পাত্র গৃহস্থি এবং অন্ত্যোদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া  যাচ্ছে না প্রায় ১৮ হাজার পরিবারকে। সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরনের প্রক্রিয়া শুরু হয়েছে। গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় ৫ লক্ষ ৪০ হাজার যোগ্য পরিবার আছে এবং অন্ত্যোদয় রেশন কার্ড রয়েছে ৬৫ হাজার পরিবারের।

আরোও পড়ুন : হাতে মাত্র কিছুদিন! একসাথে তিনটি বড় ঘোষণা করতে চলেছে সরকার, কারা পাবেন সুবিধা? দেখুন

তবে জানা যাচ্ছে এর মধ্যে এক লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য কারণ তাদের গাড়ি-বাড়ি বা অন্যান্য সম্পত্তি রয়েছে। সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছিল কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্যদের অযোগ্যতার কথা জানাননি। সেই কারণে রেশন কার্ড পাচ্ছে না প্রায় ১৮ হাজার পরিবার। এই পরিবারগুলোর পক্ষ থেকে আবেদন পত্র জমা দেওয়া হলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন সুবিধা থেকে।

ration shop

তাই এবার অযোগ্য পরিবার বাছার জন্য সরবরাহ বিভাগ পরিবারের প্রত্যেক সদস্যের ভেরিফিকেশন করতে চলেছে। প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙ্গুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করলে, পরের মাসে অন্য সদস্যকে আঙ্গুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য ই-লুপ মেশিনকে উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর