বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railway) আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম। শুধু দূরপাল্লার ট্রেন যাত্রাই নয়, রেলপথ বহু মানুষের জীবনেই নিত্যদিনের একটি অতি প্রয়োজনীয় যোগাযোগ সূত্র। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে, প্লেনের চেয়ে ট্রেনই সহায় সম্বল। কিন্তু কতোটা কী জানি আমাদের এই ভারতীয় রেলওয়ে মাধ্যম সম্পর্কে? আর তাই আজ আমরা আলোচনা করে নেবো দেশের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমের ব্যাপারে। জেনে নেবো বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য।
যাঁরা ট্রেনে করে প্রতিদিন যাতায়াত করেন, তাঁদের মাসিক বা বার্ষিক একটি জেনারেল টিকিট (General Ticket) কাটতে হয়। কিন্তু এই টিকিটের বৈধতা শেষ হওয়ার সময়টা খেয়াল না রাখলেই বাধে বিপত্তি! তাই এই টিকিটের বৈধতা শেষ হওয়ার আগেই আবার পুনরায় সেই টিকিট কেটে রাখা ভালো। নইলে গুনতে হবে বেশ ভালো অংকের একটি জরিমানা। যা মোটেই একটি সুখবর নয়।
ভারতীয় রেল এখন একটি নতুন নিয়ম (New Rules) বার করেছে। সেটি হলো, ভারতীয় রেলের নিয়ম মান্য করে যদি কোনো যাত্রীকে ১৯৯ কিলোমিটার দুরত্বের কোনো স্থানে যেতে হয়, তাহলে সেই যাত্রীকে অবিলম্বে তাঁকে ৩ ঘন্টার মধ্যে টিকিট কাটতেই হবে। এবং তা না হলে তাঁকে দিতে হবে ভারী অংকের জরিমানা। তাই টিকিট কাটার ৩ ঘন্টার মধ্যে ট্রেনে ছোড়তেই হবে যাত্রীদের। কিন্তু ২০০ কিলোমিটার ও তার ওপরে যাত্রা করলে ৩ ঘন্টার আগেও টিকিট কাটা যেতে পারে।
মনে রাখতে হবে, এই সব টিকিটই যেন সাধারণ বা জেনারেল টিকিট হয়। এই ভুলের মাশুল কাটাতে অনেক যাত্রীকেই জরিমানা দিতে হয়েছে। আবার অনেক যাত্রী এই সমস্যার হাত থেকে নিষ্কৃতি পেতে তাঁরা অসংরক্ষিত টিকিট কাটতেন। কিন্তু এখন রেলওয়ে থেকে নিয়ম করা হয়েছে, ১৯৯ কিলোমিটারের কম যদি কেউ যাত্রা করেন, তাহলে তাঁকে যেভাবেই হোক তাঁর যাত্রা যেন ৩ ঘন্টার বেশী না হয়।