ট্রয় ট্রেন নিয়ে নয়া সিদ্ধান্তের পথে রেল! আগেই জেনে নিন, না হলেই দার্জিলিং গিয়ে ফ্যাসাদে পড়বেন

বাংলাহান্ট ডেস্ক : বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা দার্জিলিং (Darjeeling) বেড়াতে আসেন। কারণ অবশ্য একটাই, দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য না দেখলেই নয়। তাই দার্জিলিং বেড়াতে আসার ক্ষেত্রে বিভিন্ন জায়গা ঘুরে দেখার পাশাপাশি এখানকার অন্যতম আকর্ষণ হল টয় ট্রেন (Toy Train)।

আর এই টয় ট্রেনে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ বা সুযোগ কোনভাবেই হাতছাড়া করতে চান না পর্যটকরা। তাই দার্জিলিং বেড়াতে গিয়ে বহু পর্যটকরা টয় ট্রেনে জয়রাইড নেওয়ার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু বহু ক্ষেত্রেই টিকিট পাওয়া যায় না। তবে এবার যাত্রীসংখ্যা কম থাকার ফলে এই জয় রাইড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে ।

বলা বাহুল্য, প্রকৃতির কাছে যে আমাদের হার স্বীকার করতেই হয়। তার বিরুদ্ধে যাওয়া যে কোনভাবেই সম্ভব নয়। তাই বর্ষার মরশুমে দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা অনেক কম থাকার ফলে যেহেতু আয় কমে যায় তাই টয় ট্রেন এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল (Indian Railways)।

কিন্তু রেলের তরফ থেকে সেই সিদ্ধান্তের কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ রেলের তরফ থেকে দার্জিলিংয়ের টয় ট্রেন বন্ধ রাখার জন্য যে সময়সীমা ধার্য করা হয়েছিল তা বৃদ্ধি করা হয়েছে। রেলের মতে, ২০ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে টয় ট্রেন। এর পাশাপাশি দার্জিলিং থেকে ঘুমগামী জয় রাইড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেহেতু বর্ষার মরশুমে এমনিতেই পর্যটকদের সংখ্যা দার্জিলিংয়ে কম থাকে তাই এই পরিস্থিতিতে যদি টয় ট্রেন চালানো হয় তাহলে ক্ষতির মুখোমুখি হবে রেল।
সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে, রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৫২৫৯৪, ৫২৫৯৮ ও ৫২৫৪৪ স্টিম ইঞ্জিন-সহ ৫২৫৯৭ ডিজেল ইঞ্জিনের টয় ট্রেন বাতিল করা হবে।

1510822229 1510819081 batasia loop 4 toy train darjeeling the azure sky follows tania mukherjee

এছাড়াও গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে এমনিতেই পর্যটক সংখ্যা অনেক কমে গিয়েছে। এই সমস্ত দিক চিন্তাভাবনা করে হিমালয়ান রেলওয়ের তরফ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে টয় ট্রেন বন্ধ রাখার। তাই এমন পরিস্থিতিতে যদি কেউ দার্জিলিং ঘুরতে গিয়ে টয় ট্রেনে চড়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে তাদের আগেই এই খবর জানা উচিত।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর