কনফার্ম খবর! এবার নয়া নিয়ম জারি সুন্দরবনে! জানতেই হবে পর্যটকদের, নাহলেই…

বাংলাহান্ট ডেস্ক : শীতকালে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে থাকে সুন্দরবন (Sundarban)। শুধু রাজ্য নয়, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দরবনের ভিড় জমান পর্যটকরা। তবে চলতি মরশুমে সুন্দরবনের পর্যটকদের সম্মুখীন হতে হচ্ছে একাধিক বাধার। জঙ্গলে প্রবেশের অনুমতি না মেলায় হতাশ হচ্ছেন অনেক পর্যটক।

নয়া নিয়ম সুন্দরবনে (Sundarban)

দুধের সাধ ঘোলে মেটাতে পর্যটকরা নদীবক্ষে ভ্রমন করেই ফিরে আসতে বাধ্য হচ্ছেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের (Sundarban Tiger Project) নয়া সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ডিসেম্বর মাস থেকে প্রতিদিন জঙ্গলে প্রবেশের অনুমতি পাবে পাঁচ হাজারের মতো পর্যটক সহ ১৫০  লঞ্চ ও ভুটভুটি। শুধুমাত্র অনলাইন বুকিংয়ের মাধ্যমেই মিলবে ম্যানগ্রোভের জঙ্গলে প্রবেশের অনুমতি।

sundarban boat tour

অনলাইনে পর্যটক সংখ্যা পূর্ণ হয়ে গেলে আর মিলবে না এন্ট্রি পাস। তাই বহু পর্যটক বঞ্চিত হচ্ছেন ম্যানগ্রোভ জঙ্গলে বন্য প্রাণ দর্শনের অভিজ্ঞতা থেকে। আগে অফলাইনে জঙ্গলে প্রবেশের বুকিং করার সুবিধা থাকলেও, বর্তমানে সম্পূর্ণ অনলাইনে করে দেওয়া হয়েছে বুকিং ব্যবস্থা (Booking)। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প চাইছে সম্পূর্ণ ডিজিটাল বুকিং ব্যবস্থা চালু করতে। 

আরোও পড়ুন : হায় হায়! বছর শেষে ৭ দিন খুলবে না ব্যাঙ্ক! হলিডে লিস্টটা দেখেছেন তো? নাহলেই বাড়বে ভোগান্তি

তাই নয়া এই ব্যবস্থা কার্যকর হয়েছে ডিসেম্বর মাস থেকেই। তার সাথে বেড়েছে পর্যটকদের এন্ট্রি ফি, জলযান অনুমতি ফি ও গাইডের অনুমতি ফি। বর্তমানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ হাজার পর্যটক আসছেন সুন্দরবনে। তার বিপরীতে অনলাইনে মিলছে মাত্র ৫ হাজারের মতো পর্যটকের জঙ্গলে প্রবেশের অনুমতি। তাই গড়ে অর্ধেক পর্যটকই (Tourist) ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।

Sundarban

সুন্দরবনের (Sundarban) এক পর্যটকের কথায়, “পরপর দুদিন চেষ্টা করেও অনলাইনে বুকিং করতে পারিনি। তাই হতাশ হয়েই এবার ফিরে যেতে হচ্ছে।” প্রশাসনের এহেন সিদ্ধান্তে পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ী সমস্যায় পড়ছেন অনেকেই। এক পর্যটন ব্যবসায়ীর কথায়, “অন্তত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি বন দফতর এই ঊর্ধ্বসীমার নিয়ম শিথিল করত তাহলেও কিছুটা সামলানো যেত।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর