টোলে আর হবে না যানজট! প্রাইভেট গাড়ির জন্য নয়া পরিকল্পনা গড়করির

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত (India) সরকার যাতায়াত ব্যবস্থায় বিরাট উন্নয়ন করেছে। রেলপথ থেকে শুরু করে সড়ক পথ সবেতেই এনেছে পরিবর্তন। তবে সড়ক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন দেখা গিয়েছে। হাইওয়ে থেকে শুরু করে উন্নত মানের ব্রীজ, খানাখন্ডহীন  রাস্তা কিনা নেই। শুধু কি তাই, টোল ব্যবস্থাতেও আনা হয়েছে উন্নতি। একদিকে যেরকম যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে তেমনি রাস্তা জুড়ে বেড়েছে গাড়ি-ঘোড়ার সংখ্যাও। আর এতে করে টোল আদায়ের সংখ্যাও দিনের পর দিন বাড়ছে। আর এবার টোল ব্যবস্থাতে আনা হল পরিবর্তন।

ভারতের (India) টোল ব্যবস্থাতে আনা হয়েছে উন্নতি:

বর্তমানে মানুষের জীবনধারায় বহু পরিবর্তনে এসেছে। এখন অনেকেই যাতায়াতের জন্য নিজস্ব গাড়ি ব্যবহার করে থাকেন। আর সেই কথাই মাথায় রেখে টোল ব্যবস্থায় নতুন পরিবর্তন আনলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। আর এই পরিবর্তনে সুবিধা পেতে চলেছে প্রাইভেট গাড়িগুলি। জানা যাচ্ছে টোল ব্যবস্থার উন্নয়নের জন্য এখন থেকে হাইওয়েতে প্রাইভেট গাড়ির ক্ষেত্রেও মাসিক পাস চালুর ভাবনচিন্তা শুরু করছে কেন্দ্রীয় সরকার। ভারতে (India) যাতায়াত ব্যবস্থায় এমন পরিবর্তন আসলে খুশি হবেন বহু সাধারণ মানুষ।

New rules may started in India for private cars

প্রাইভেট গাড়ির ক্ষেত্রে মাসিক পাস চালুর সুবিধা আনছে কেন্দ্র সরকার: এতদিন বাস, ট্রাম, ট্রেনে মাসিক পাস ব্যবস্থা চালু ছিল। আর এবার সেই মাসিক পাস ব্যবস্থার সুবিধা পেতে চলেছে প্রাইভেট গাড়িগুলি। এতে করে প্রাইভেট গাড়ির মালিকদের কিছুটা হলেও স্বস্তি কমবে। আসলে টোল থেকে উপার্জিত মোট অর্থের ২৬ শতাংশই আসে প্রাইভেট গাড়ি থেকে। আর ৭২ শতাংশ উপার্জন হয় কমার্শিয়াল গাড়িগুলি থেকে। তাই প্রাইভেট গাড়িগুলির ওপর চাপ কমাতে কেন্দ্র সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। বলা যায় ভারতের (India) সড়ক ব্যবস্থায় কেন্দ্র সরকারের এটি একেবারে অন্যরকম ভাবনা।

আরও পড়ুনঃ আবহাওয়া বদল! দক্ষিণবঙ্গে এবার শীত-বৃষ্টির ডবল অ্যাকশন? আবহাওয়ার আগাম খবর

কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি মাসিক পাস ব্যবস্থা নিয়ে বলেছেন, “আমরা প্রাইভেট গাড়ি জন্য খুব শীঘ্রই মাসিক বা বার্ষিক পাস চালু করার কথা ভাবছি। যা সাধারণের মোট উপার্জনের ওপর একদমই প্রভাব ফেলবে না।” তিনি আরও জানান, স্থানীয়দের যাতে গাড়ির যানজটে কোনও সমস্যা না হয় সেক্ষেত্রেও সুবিধা আনা হচ্ছে। হাইওয়ের সব টোল বুথ গ্রামের সীমানার বাইরে করার চিন্তাভাবনা চলছে বলে জানান নীতিন গড়করি।

আরও পড়ুনঃ বিরাট কড়াকড়ি! মাধ্যমিক নিয়ে এবার বড় নির্দেশ পর্ষদের

আনা হবে অনবোর্ড ইউনিটের ব্যবস্থা: আপনাদের জানিয়ে রাখি, শুধু মাসিক পাসই নয় আরও উন্নততর পর্যায়ে ভাবনাচিন্তা চলছে। কেন্দ্রীয় সরকার গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ভিত্তিক টোল ব্যবস্থা নিয়েও ভাবনাচিন্তা করছে বলে জানা যায়। এই নতুন প্রযুক্তির মাধ্যমে সহজেই বোঝা যাবে কোন গাড়ি কতটা পথ চলে এসেছে। আর সেই ভাবেই টোলের পরিমাণ দিতে হবে সকলকে। তবে এই পরিবর্তন আনতে গেলে সমস্ত গাড়িতে অন বোর্ড ইউনিট বসাতে হবে। এই অন বোর্ড ইউনিটি বলে দেবে নেভিগেশন স্যাটেলাইটকে যে গাড়ি কতটা চলেছে। এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে ভারতের (India) সড়ক ব্যবস্থা উন্নতির আরও এক ধাপ এগিয়ে যাবে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর