খরচ বাড়ল দার্জিলিং ঘোরার! অতিরিক্ত কত টাকা দিতে হবে পর্যটকদের?

বাংলা হান্ট ডেস্ক: ভ্রমন পিপাসু বাঙালির প্রায় সারা বছরই পায়ের তলায় থাকে সর্ষে। কাজকর্মের ফাঁকে দু-তিন দিনের ছুটি পেলেই ব্যাগপত্র গুছিয়ে অবসর সময় কাটাতে সকলে ছোটেন পাহাড়ের কোলে। আর পাহাড় মানেই সকলের মনে আসে একটাই নাম। তা হল দার্জিলিং (Darjeeling)। আর দার্জিলিং (Darjeeling)-এর প্রতি ভালবাসা বাঙালির আজকের নয়।

দার্জিলিং (Darjeeling) ঘুরতে গেলেই হবে বাড়তি খরচ

এই শৈল শহরের নিরিবিলি মনোরম প্রাকৃতিক পরিবেশে গেলে নিমেষের মধ্যেই দূর হয়ে যায় সমস্ত ক্লান্তি। কিন্তু এবার এই দার্জিলিং (Darjeeling) যেতে গেলেই অতিরিক্ত টাকা খসবে পর্যটকদের (Tourists)। কারণ দার্জিলিং পৌরসভার তরফে সম্প্রতি জানানো হয়েছে এবার থেকে দার্জিলিং ঘুরতে গেলে পর্যটকদের দিতে হবে কর। জানা যাচ্ছে এবার থেকে দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের মাথাপিছু কুড়ি টাকা করে কর দিতে হবে।

   

ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের। সেইসঙ্গে হোটেল গুলিতে করের কুপনও পাঠানো হয়েছে। কিন্তু আচমকা পর্যটকদের কাছ থেকে এই অতিরিক্ত ২০ টাকা কর নেওয়ার কারণ কি? এপ্রসঙ্গে দার্জিলিং পৌরসভার তরফে জানানো হয়েছে, জঞ্জাল সাফাইয়ের জন্য অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তাই আবার পুরনো নিয়ম ফিরিয়ে আনা হচ্ছে।

জানা যাচ্ছে, আগেও জঞ্জাল সাফাইয়ের জন্য পর্যটকদের থেকে কর নেওয়া হতো। এই নিয়ম চালু ছিল ৩০ বছর। মাঝে কিছুদিন এই নিয়ম বন্ধ করে দেওয়া হয়েছিল।তবে আবার পর্যটকদের থেকে কর নেওয়ার এই নিয়ম চালু করা হচ্ছে। জানা যাচ্ছে  হোটেল কর্তৃপক্ষ পুরসভার হয়ে এই কর আদায় করবে। তবে পুরসভার এই সিদ্ধান্তে মোটেই খুশি নন হোটেল মালিক এবং পর্যটন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন হাসিনা! সেনার দখলে বাংলাদেশ, উদ্বিগ্ন টলিউডের ‘সুলতান’ জিৎ

তাদের দাবি এই কর নেওয়ার বিষয়ে বিস্তারিতভাবে কিছুই জানানো হয়নি। জানা যাচ্ছে, দার্জিলিং মিউনিসিপালিটির অধীনে থাকা সমস্ত হোটেলগুলি থেকে ইতিমধ্যেই এই কর নেওয়া  শুরু হয়ে গিয়েছে। তাই এবার থেকে যে সমস্ত পর্যটক  পাহাড় ঘুরতে যাবেন তাদের এই কর গুণতে হবে। কিন্তু বিষয়টা এতটাও সহজ হবে না।

Darjeeling

এ বিষয়ে পর্যটন ব্যবসায়ী এবং হোটেল ব্যবসায়ীরা বলছেন এই কুপন নিয়ে পর্যটকরা দুর্নীতির শিকারও হতে পারেন। তাই সবার প্রথমে সমস্ত পর্যটন ব্যবসায়ী স্টোকহোল্ডার, সহ হোমস্টে মালিকদের সঙ্গে নিয়ে বিষয়টি পর্যালোচনা করে একটি অ্যাপ ডেভলপ করা দরকার। তাহলে সেখানে যেমন পর্যটকদের সমস্ত তথ্য থাকবে তেমনি তারা কি কারণে ট্যাক্স দিচ্ছে সেই সমস্ত বিষয়েও বিস্তারিত জানতে পারবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর