বাংলাভাষায় ডেস্ক : ভারতের দুই ফিরে ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসির কোটি কোটি টাকা জালিয়াতির কারণে একসময় ডুবতে বসেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। কিন্তু, সেই আর্থিক মন্দার ধাক্কা সামলে নিয়ে বর্তমানে আবার লাভের পথে হাঁটতে শুরু করেছে ভারতের বিখ্যাত এই রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কটি। একটু একটু করে লাভের মুখ দেখতেই তারা নিজেদের ব্যাঙ্কিং ব্যবস্থায় সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিবর্তন আনছে।
সম্প্রতি গ্রাহকদের লেনদেনকে সুরক্ষিত করার জন্য তারা তাদের সিস্টেমে এক বড় পরিবর্তন এনেছে। পাশাপাশি, অতীতের প্রতারণার বিষয়টির যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই এই অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির টাকা লেনদেন ব্যবস্থায় বেশকিছু অদল-বদল হয়েছে। তাছাড়া ব্যাঙ্কিং ব্যবস্থার এই নিয়ম পরিবর্তনগুলি জানা থাকলে তা আপনাকে বিপদে সবসময় সাহায্য করবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের লেনদেন ব্যবস্থায় কী বড় পরিবর্তন এনেছে চলুন আজ সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করা যাক।
১) প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। ফলে, বর্তমানে মোটা অঙ্কের ফাইন দিয়েই গ্রাহকদের এই লিঙ্ক করাতে হচ্ছে। অতএব বুঝতেই পারছেন, ব্যাঙ্কিং ব্যবস্থার নিয়ম পরিবর্তন সম্বন্ধে গোড়ায় সচেতন না থাকলে কী রকম পরে পস্তাতে হয়।
২) এখন থেকে PPS পদ্ধতিতে টাকা লেনদেন হবে এই ব্যাঙ্কে। আগামী এপ্রিল মাসের ৫ তারিখ থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। National Payment Corporation of India বা (NPCI) দ্বারা পরিচালিত এই PPS পদ্ধতিতে আপনি ১০ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের কোনও চেক জমা করলে সেটি বিশেষভাবে যাচাই করার পরই ক্লিয়ার করা হবে।
এক্ষেত্রে যে ব্রাঞ্চে ওই গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানেই চেক জমা দিতে হবে। তা না হলে চেকের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও PNB-র নয়া সিস্টেম অনুযায়ী স্থানীয় শাখা, মোবাইল ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং এবং এসএমএস ব্যাঙ্কিং-র মাধ্যমে টাকা লেনদেনের এই নতুন সিস্টেম অ্যাক্সেস করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে একদিন আগে নিজস্ব শাখায় গিয়ে রিপোর্ট করা প্রয়োজন।