আনলকডাউন ৫ (unlockdown 5) শুরু হওয়ার সাথে সাথে আজ থেকেই বদলে গেল দেশের দশ নিয়ম। এই তালিকায় যেমন রয়েছে গাড়ি চালানোর নিয়ম, তেমনই আছে ব্যাংকিং থেকে মিষ্টির এক্সপায়ারি ডেট। জেনে নি কি কি বদলে গেল আজ থেকে
পেট্রল পাম্প
ডিজিটাল মাধ্যম বা ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে পেট্রল ডিজেল কিনলে বিশেষ ছাড় পান ক্রেতা। কিন্তু এবার থেকে সেই নিয়ম বদল হতে চলেছে। ১ অক্টোবর থেকে ক্রেডিট কার্ডে পেট্রল ক্রয়ের ক্ষেত্রে থাকছে না কোনো ছাড়। তবে বাকি ক্ষেত্রে আগের মতই ছাড় থাকবে বলে জানিয়েছে মোদি সরকার।
ব্যাংকিং
আগামী ১ অক্টোবর থেকে MSME ঋণকে এক্সটারনাল ইন্টারেস্ট রেট বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে গাড়ি, বাড়ি ও পার্সোনাল লোনে অনেকটাই সুদ কমবে। পাশাপাশি এই মাসে মোদি সরকারের ঘোষিত কর্পোরেট ছাড়ও লাগু হতে চলেছে।
ড্রাইভিং
ড্রাইভিং লাইসেন্স (Driving licence) , ইনসিওরেন্স এর মত গাড়ির কাগজ আর বাধ্যতামূলক ভাবে সাথে রাখতে হবে না ড্রাইভারদের, অক্টোবর মাসের প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে গোটা দেশে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রক (এমআরটিএইচ) সম্প্রতি ২০২০ সালের ১ অক্টোবর থেকে কেন্দ্রীয় মোটরযান বিধিমালা ১৯৮৯-এ বিভিন্ন সংশোধনী জারি করেছে।
এই নিয়মেই এখন থেকে আর কোনো হার্ড কপি রাখতে হবে না চালককে। তবে, ‘Digi-locker’ বা ‘m-parivahan’ পোর্টালে গাড়ির সমস্ত নথিপত্র সংযুক্ত করতে হবে। যদি এই পোর্টালে নথি সংযুক্ত না থাকে তবেই হার্ড কপি দেখাতে হবে।
গাড়ি চালানোর সময় মোবাইল
গাড়ি চালানোর সময় পথের দিশা খুঁজতে মোবাইলের ব্যাবহার বৈধ হয়েছে। তবে তা এমনভাবে ব্যাবহার করতে হবে যাতে চালকের মনোযোগে ব্যাঘাত না ঘটায়।
বিনামূল্যে আর রান্নার গ্যাস নয়
আজ থেকে আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে আর পাওয়া যাবে না রান্নার গ্যাস। ৩০ সেপ্টেম্বর ছিল এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার শেষ দিন।
বিদেশে টাকা পাঠানোর কর
আজ থেকে দেশের বাইরে টাকা পাঠাতে গেলে লাগবে অতিরিক্ত ৫% কর। ৭ লাখ টাকার বেশি লেনদেনে এই কর বা টিসিএস প্রযোজ্য হবে।
মিষ্টির এক্সপায়ারি ডেট
পচা মিষ্টি বিক্রি বন্ধ করতে আজ থেকে খুচরো মিষ্টিতে এক্সপায়ারি ডেট লাগাতে হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে প্রতিটি দোকানকেই জানাতে হবে মিষ্টি কবে পর্যন্ত ভালো থাকবে।
স্বাস্থ্য বিমার সম্প্রসারন
পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ১৭ টি রোগকে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দাম বাড়ছে বিমা গুলিরও
টিভি সেট
আজ থেকে টিভি সেটেরও দাম বাড়তে চলেছে। ওপেন সেল প্যানেল কিনতে গেলে দিতে হবে ৫% আমদানি শুল্ক দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
ডেবিট – ক্রেডিট কার্ড
আজ থেকে রিজার্ভ ব্যাংক এর নির্দেশে বদলে যাচ্ছে ডেবিট ক্রেডিট কার্ডের নিয়মও। এবার থেকে আন্তর্জাতিক, অনলাইন ও স্পর্শহীন লেনদেনের ক্ষেত্রে ইচ্ছে মতো পরিষেবা নিতে পারবেন ব্যাবহার কারীরা।
সরষের তেল
আজ থেকে খাঁটি সর্ষের তেল ছাড়া অন্য কিছু বিক্রি করা যাবে না। সর্ষের তেলে ভেজাল মেশানোয় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
টিসিএস কর
আজ থেকে ই কমার্স সংস্থা গুলি বিক্রিত পন্যের ওপর অতিরিক্ত ১% টিসিএস কর নেবে।১৯৬১ সালের আয়কর আইনে নতুন পরিচ্ছেদ ১৯৪-ও যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার