মেয়েদের জন্য দুর্দান্ত খবর! রেশন কার্ড থাকলেই পাবেন এক লক্ষ টাকা, বড়সড় উদ্যোগ রাজ্যর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মহারাষ্ট্রের মন্ত্রিসভায় পাস হল ‘লেক লাডকি স্কিম’ যোজনা। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই স্কিম। গত মার্চেরবাজেট অধিবেশন চলাকালীন বলা হয় এই স্কিমের আওতায় মেয়েদের জন্ম থেকেই দেওয়া হবে আর্থিক সহায়তা। শিবসেনা নেত্রী মনীষা কায়ান্দে বলেছেন কন্যা সন্তানের পরিবারগুলিকে দেওয়া হবে আর্থিক সাহায্য।

কমলা এবং হলুদ রেশন কার্ডধারী দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। মহারাষ্ট্রে ১৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় যে পরিবারের তাদের দেওয়া হয় কমলা রেশন কার্ড। শহরাঞ্চলে যাদের আয় ১৫ হাজার টাকা, তাদের দেওয়া হয় হলুদ রেশন কার্ড। কায়ান্দে বলেছেন, প্রায়ই দেখা যায় হলুদ ও কমলা রেশন কার্ডধারী পরিবারগুলি আর্থিক অসচ্ছলতায় ভোগে।

আরোও পড়ুন : হঠাৎ জারি ‘হাই অ্যালার্ট’! চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা, কী এমন হল শিয়ালদা-হাওড়া স্টেশনে ?

অর্থের অভাবে ঠিকমতো পড়াশোনা শেখাতে পারে না পরিবারের মেয়েদের। এই প্রকল্পের মাধ্যমে সেই বাধা দূর হবে। মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, একটি মেয়ে ও তার পরিবার সরকারের পক্ষ থেকে মোট ১,০১,০০০ টাকা পাবে। ২.৫৬ কোটি পরিবারের রেশন কার্ড রয়েছে মহারাষ্ট্রে। এদের মধ্যে কমলা রেশন কার্ড রয়েছে ১.৭১ কোটি ও হলুদ রেশন কার্ড রয়েছে ৬২.৬০ লক্ষ।

 

জানা গেছে প্রাথমিকভাবে এই প্রকল্পের অধীনে কন্যা সন্তানের জন্মের পর পরিবারগুলোকে দেওয়া হবে ৫ হাজার টাকার আর্থিক সাহায্য। এরপর কন্যাটি যখন প্রথম শ্রেণীতে পড়বে তখন ৬০০০ টাকা ও ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় সাত হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। নবম শ্রেণিতে ভর্তি হলে ৮,০০০ টাকা ও ১৮ বছর পূর্ণ হলে ৭৫,০০০ টাকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।

 

 

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X