রেশন নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের! এই সময় পর্যন্তই বিনামূল্যে মিলবে সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহত্তম। প্রযুক্তি, বিজ্ঞান, কৃষি, শিল্প সব ক্ষেত্রেই ভারত এগিয়ে চলেছে নতুন উচ্চতায়। তবে ভারতের অধিক পরিমাণ জনসংখ্যা এখনো লড়াই করেন জীবন-জীবিকার জন্য। অধিক পরিমাণ জনসংখ্যা মাথাপিছু গড় আয়ের হ্রাসের অন্যতম কারণ ভারতবর্ষে।

এখনো বহু পরিবার রয়েছে ভারতে যারা অত্যন্ত দারিদ্রতার সাথে জীবন যাপন করেন। এই পরিবারগুলির অনেকেই ভরসা রাখেন দেশের রেশন ব্যবস্থার উপর। রাজ্য ও কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষদের বিনামূল্যে ও সস্তায় খাদ্যদ্রব্য বন্টন করে থাকে। আমাদের দেশের বহু মানুষ ভীষণভাবে রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল।

আরোও পড়ুন : ৩০০ টাকার লটারির টিকিট বদলে দিল ভাগ্য! রাতারাতি কোটিপতি দিনহাটার কুলি

এবার রেশনে খাদ্যদ্রব্য বন্টন নিয়ে উঠে আসছে একটি বড় আপডেট। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা AAY, PHH, SPHH এর মতো বিপিএল কার্ড হোল্ডাররা বিনামূল্যে রেশন থেকে চাল, ডাল, তেল, গম, ছোলা, আটা, তেল পেয়ে থাকেন। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও কিছু দ্রব্য বিনামূল্যে দেওয়া হয় RKSY-I এবং RKSY-II রেশন কার্ড হোল্ডারদের।

আরোও পড়ুন : ভিডিও কলে ব্যস্ত মদ্যপ চালক! মথুরা ট্রেন দুর্ঘটনার ভাইরাল দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও

২০২০ সালে করোনা মহামারীর আগমন হলে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেই সময়কাল থেকে রাজ্য ও কেন্দ্র যৌথভাবে বিনামূল্যে দ্বিগুণ খাদ্যদ্রব্য বন্টন করে আসছে উপভোক্তাদের। সেই সময় বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়ার সময় বর্ধিত করে দু’বছর করা হয়। খাদ্য আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপভোক্তারা গত এক বছর ধরে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন।

RATION DISTRIBUTION

 

তবে কেন্দ্রীয় সরকার আরো তিন মাস বিনামূল্যে রেশন থেকে খাদ্যদ্রব্য দেওয়ার সময় সীমা বৃদ্ধি করেছে। মোদি সরকার জানিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। অনেকেই বলছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর