দুর্দান্ত প্রকল্প আনছে রাজ্য সরকার! কেউ পাবেন ২ লাখ আবার কারোর জন্য ১ লাখ, জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ২ লাখ, ১ লাখ, ৫০ হাজার টাকা করে। পশ্চিমবঙ্গ সরকার নতুন এই প্রকল্প নিয়ে এসেছে জনসাধারণের জন্য। কিন্তু কীভাবে পাবেন এই প্রকল্পের সুবিধা? সেই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন জনমুখী প্রকল্প শুরু করেছে। সরকারের পক্ষ থেকে সমাজের সব স্তরের মানুষদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।

এই প্রকল্পগুলি সম্মানিত হয়েছে দেশ ও আন্তর্জাতিক স্তরে। এবার এমনই একটি সামাজিক প্রকল্পে সরকার সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ ২ লক্ষ টাকা করে দেওয়ার। গত ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ইচ্ছুকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অনেকেই হয়ত সরকারের এই প্রকল্পের কথা শুনে আনন্দে লাফাচ্ছেন।

তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও রয়েছে কিছু শর্ত। পরিযায়ী শ্রমিকদের করুন অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম করোনা মহামারীর সময় লকডাউনে। সেই সময় দেখা গিয়েছিল অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেকটাই বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা।এমনকি সাম্প্রতিককালে আমরা দেখেছি আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন।

আরোও পড়ুন : মাত্র ২০ টাকা খরচ করেই পান ২ লক্ষ টাকার সুবিধা! কেন্দ্রের এই প্রকল্পে বিনিয়োগ করলেই চিন্তা শেষ

পাশাপাশি অনেক পরিযায়ী শ্রমিক প্রাণও হারিয়েছেন। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল পরিযায়ী শ্রমিকদের জন্য। এইভাবে রাজ্য সরকার চাইছে পরিযায়ী শ্রমিকদের একটি ডেটাবেস তৈরি করার। ১লা সেপ্টেম্বর থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প আরম্ভ হয়েছে সেখানে পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারবেন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে সরকার এই ডেটাবেসের সাহায্যে তাদের পাশে দাঁড়াবে।

আরোও পড়ুন : MBA চাওয়ালার পর এবার MBA মুরগিওয়ালা! কড়কনাথ পালনকেই পেশা করলেন কুমার গৌতম

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে তার নমিনিকে দু লক্ষ টাকা দেওয়া হবে। কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে এবং একটি অঙ্গ অক্ষম হলে বা কার্যক্ষমতা হারালে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এক লক্ষ টাকা। এছাড়াও সরকারের পক্ষ থেকে পরিবারকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকের স্বাভাবিক মৃত্যু ঘটলেও।

money

ভিন রাজ্যে কর্মরত অবস্থায় যদি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় তবে তার দেহ বাংলায় ফিরিয়ে আনার জন্য পরিবহন খরচা বাবদ সরকার পরিবারকে ২৫ হাজার টাকা দেবে। পাশাপাশি আরও তিন হাজার টাকা দেওয়া হবে সৎকারের জন্য। এছাড়াও অন্যান্য সাহায্য থাকবে সরকারের পক্ষ থেকে। কাজ চলে গেলে সরকার বিকল্প কাজের সন্ধানও দেবে পরিযায়ী শ্রমিককে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর