বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে বঙ্গে বিরাট জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মোট ২৯ খানা লোকসভা দখল করেছে ঘাসফুল শিবির। এরপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভাণ্ডার নিয়ে তুঙ্গে চর্চা। লক্ষীর ভাণ্ডারই ভরিয়েছে তৃণমূলের ভোটের ভাণ্ডার, এমনই মত রাজনৈতিক মহলের অধিকাংশের। প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Government Of West Bengal)।
তৃণমূল সুপ্রিমোর চালু করা জনপ্রিয় প্রকল্প গুলি হল, লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, বেকার ভাতা, বৃদ্ধ ভাতার মতো প্রকল্পগুলি। এবারে সেই তালিকায় যুক্ত হয়েছে তবে ‘কৃষকবন্ধুর প্রকল্প’। কৃষকদের জন্য এই দারুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার।
জানিয়ে রাখি, এই ‘কৃষকবন্ধুর প্রকল্প’র মাধ্যমে আগামী ২৭ ও ২৮ জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা টাকা। প্রায় ৩০ লক্ষেরও বেশি কৃষকদের অর্থ ও বীমা দিয়ে সহায়তা করে রাজ্য সরকার। এর আওতায় বছরে ৪০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা করবে রাজ্য।
এই প্রকল্পের আওতায় ২ লক্ষ টাকার জীবন বীমা পাওয়া যাবে। নিয়ম অনুযায়ী কোনো কৃষক যদি ১৮-৬০ বছরের মধ্যে মারা যান, তাহলে তাঁর পরিবার সেই টাকা পাওয়ার যোগ্য। এক্ষেত্রে যে সকল কৃষক এক একর বা তার বেশি জমির মালিক চাষীরা দুই কিস্তিতে বছরে ১০ হাজার টাকা এবং যে সকল কৃষক এক একরের কম জমির মালিক তারা বছরে দুই কিস্তিতে ৪ হাজার টাকা করে পাবেন।
আরও পড়ুন: আকাশে মেঘের আনাগোনা! আজ বৃষ্টিতে ভিজবে কলকাতা? কী বলছে হাওয়া অফিস?
কোনো স্থানীয় অফিসে বা অনলাইনে এই প্রকল্পের ফর্মটি পাওয়া যায়। এই প্রকল্পে স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিয়ে হবে। সেখান থেকেই কৃষকরা নিজের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।