এবার ফিক্সড ডিপোজিটে মিলবে আরও বেশি লাভ! গ্রাহকদের ব্যাপক অফার দিচ্ছে SBI

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মানুষ তাদের তুলনামূলক বেশি অর্থ বিনিয়োগ করার জন্য ব্যাঙ্কে FD কেই বেছে নেন। সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ FD তে জমা করা হয় এবং ব্যাঙ্কগুলি এতে সুদ প্রদান করে। যদি এই এফডি নির্দিষ্ট সময়ের আগে ভেঙে ফেলা হয় (premature withdrawal) তবে ব্যাঙ্কগুলির তরফে জরিমানা আরোপ করা হয়। কিন্তু এখন এক ধরনের স্কিম চালু হয়েছে যাতে সময়ের আগে FD ভাঙলে কোনও জরিমানা আরোপ করা হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকমই (এসবিআই) মাল্টি অপশন ডিপোজিট স্কিম চালায়। এটি SBI MODS নামেও পরিচিত।

এই স্কিম FD থেকে আলাদা: SBI-এর মাল্টি অপশন ডিপোজিট স্কিম হল একটি ফিক্সড ডিপোজিট স্কিম এবং এটি সরাসরি বিনিয়োগকারীর সঞ্চয় (savings account) এবং চলতি অ্যাকাউন্টের (current account) সাথে যুক্ত। যদিও এটি সাধারণ এফডি থেকে একেবারেই আলাদা। এই স্কিমে, আপনি আপনার ইচ্ছানুযায়ী যে কোন সময় টাকা জমা দিতে এবং তুলতে পারবেন।

ফিক্সড ডিপোজিটের মতোই সুদ পাওয়া যায়: SBI-এর মাল্টি অপশন ডিপোজিট স্কিমে (SBI MODS) বিনিয়োগকারীরা প্রায় FD-এর সমান সুদ পান। যদিও সিনিয়র সিটিজেনরা পান ০.৫ শতাংশ বেশি সুদ। আপনি আপনার সুবিধা অনুযায়ী SBI-এর মাল্টি অপশন ডিপোজিট স্কিমের মেয়াদ 1 থেকে 5 বছর বেছে নিতে পারেন।

SBI-এর মাল্টি অপশন ডিপোজিট স্কিমে, আপনি যখন খুশি টাকা তুলতে পারবেন। আপনি যত খুশি টাকা তুলতে পারবেন। ব্যাংক এ জন্য কোনো সময়সীমা নির্ধারণ করে দেয় না। গ্রাহকরা এটিএম, চেক বই বা শাখার মাধ্যমে টাকা তুলতে পারবেন।

SBI2

এসবিআই ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, আপনি অটো সুইপ সুবিধার মাধ্যমে আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে মাল্টি অপশন ডিপোজিট স্কিম লিঙ্ক করতে পারেন। আপনি অটো সুইপ সুবিধার অধীনে এই FD-তে ন্যূনতম 10,000 টাকা জমা করতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর