বাংলাহান্ট ডেস্ক: আপনার কি বাইক আছে? আপনিও কি প্রতিদিনের যাতায়াতের জন্য বাইক ব্যবহার করেন? কিন্তু আপনার গাড়িটি পুরোনো হয়ে গিয়েছে? তাহলে আপনার কয়েকটি বিষয় জেনে নেওয়া দরকার। সরকারের তরফে পুরোনো যানবাহন বন্ধ করার (Scrap Policy) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ৭০ হাজার গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে।
একইসঙ্গে এই যানগুলির নম্বর প্লেট সিরিজও আলাদা করা হয়েছে যাতে এগুলিকে সহজেই চিহ্নিত করতে পারে পুলিশ। অর্থাৎ নির্দিষ্ট এক সিরিজের নম্বর প্লেট যদি আপনার গাড়িতেও থাকে, তাহলে সাবধান। কেন্দ্রের স্ক্র্যাপ নীতির অধীনে নতুন এই নিয়ম জারি করা হয়েছে। এই নীতির ফলে রাস্তা থেকে ১৫ বছরের পুরোনো গাড়ি রাস্তা থেকে সরিয়ে ফেলা হবে।
মূলত দূষণ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র। এছাড়াও আগামী দিনগুলিতে রাস্তায় বেশি সংখ্যক ইলেকট্রিক গাড়িও নামাতে চায় কেন্দ্র। সে জন্য একাধিক নীতিতে বদল আনার কথা চিন্তা করা হচ্ছে। এই নিয়মও তেমনই একটি নীতির অংশ। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের আগরায় ৭০ হাজার গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। এই গাড়িগুলি ১৫ বছরের মেয়াদ সম্পূর্ণ করে ফেলেছিল। এগুলির নম্বর স্মার্ট সিটির কন্ট্রোল রুমেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই নম্বর ব্যবহার করে যদি গাড়ি কেউ চালান, তাহলে তাদের জরিমানা করা হবে। শুধু তাই নয়, এগুলিকে বাজেয়াপ্তও করে দেওয়া হবে। বাতিল হয়ে যাওয়া ৭০ হাজার গাড়ি আর নামানো যাবে না রাস্তায়। ইউপি ৮০ এএস থেকে এওয়াই সিরিজের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ছে আরটিও। এই গাড়িগুলি রাস্তায় দেখা গেলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন সিরিজ বাতিল হয়েছে সেগুলি হল:
- UP 80 AS
- UP 80 AT
- UP 80 AU
- UP 80 OFF
- UP 80 AW
- UP 80 AX
- UP 80 IS
প্রসঙ্গত, এর আগে দিল্লি এনসিআর-এ নতুন স্ক্র্যাপ নীতি কার্যকর হয়ে গিয়েছিল। সরকারি গাড়ির উপর এটি লাগু করার পর সাধারণ মানুষের জন্যেও কড়াকড়ি করা হয়েছে। শীঘ্রই এই নীতি দেশজুড়ে কার্যকর করা হবে। এর ফলে ১৫ বছরের পুরোনো গাড়ি বাতিল করে দেওয়া হবে গোটা ভারত জুড়ে।