বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় (Serial) প্রতিযোগিতা তুঙ্গে। টিআরপি তোলার লড়াইয়ে কেউ কাউকে এক টুকুও জমি ছাড়তে রাজি না। তবে এই দড়ি টানাটানিতে কেউ পিছিয়ে পড়লে অবশ্য তার জায়গায় আনা হয় অন্য সিরিয়াল। কারণ দর্শকদের মনোরঞ্জন বজায় থাকতে হবে। সেখানে থামা যাবে না। তাই একটি সিরিয়াল (Serial) শেষ হতে না হতেই লাইনে দাঁড়িয়ে যায় আরেকটি সিরিয়াল।
স্লট বদল হচ্ছে আরো এক সিরিয়ালের (Serial)
এই মুহূর্তে প্রায় প্রতিটি চ্যানেলেই কোনো না কোনো ধারাবাহিক (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। আর এই নতুন দের জায়গা দিতে সরতে হবে পুরনোদের কিংবা নতুন কোনো সিরিয়ালকে (Serial) যা টিআরপি তুলতে বা স্লট ধরে রাখতে ব্যর্থ। অবশ্য দুর্দান্ত নম্বর থাকা সত্ত্বেও যে সিরিয়ালের (Serial) স্লট বদল হয় তা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন।
আসছে নতুন মেগা: নতুন স্লটে আবারো নতুন ভাবে টিআরপি তোলার লড়াইয়ে সামিল হয় সিরিয়াল (Serial) গুলি। টিআরপির ক্ষেত্রে টাইম স্লটও যে খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা না। শুধুমাত্র স্লট বদলের কারণে টিআরপি নেমে তলানিতে গিয়েছে এমন ধারাবাহিকের উদাহরণ কম নেই। আর নতুন সিরিয়াল (Serial) গুলি সাধারণত আনা হয় প্রাইম টাইমের স্লট গুলিতেই। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার।
আরো পড়ুন : পরপর TRP টপার মেগার নায়িকা, শেষের মুখে সিরিয়াল, জনপ্রিয় নায়িকার পারিশ্রমিক কত জানেন?
প্রকাশ্যে এল প্রোমো: খুব শীঘ্রই আসতে চলেছে নতুন সিরিয়াল। চলতি মাসেই শুরু হবে নতুন ধারাবাহিক (Serial) যার জন্য এবার দখল হল সন্ধ্যা সাড়ে সাতটার প্রাইম টাইমের স্লট। আকাশ আট চ্যানেলে শুরু হতে চলেছে ‘প্রথম কদম ফুল’। এ খবর আমরা আগেই জানিয়েছিলাম। অচিন্ত্যকুমার সেনগুপ্তর ‘প্রথম কদম ফুল’ অবলম্বনে এই সিরিয়াল (Serial) তৈরি হচ্ছে। সদ্য সামনে এসেছে এর প্রোমো। গল্পের অনুযায়ী, কাকলির খুব কাছের বন্ধু বিনতা। কিন্তু তাদের সবকিছুই উলটো। এমনকি পারিবারিক এবং আর্থিক দিক থেকেও রয়েছে ভিন্নতা।
আরো পড়ুন : দিল্লি দখলের দিনেই অযোধ্যায় হারের বদলা নিল বিজেপি! প্রেস্টিজ ফাইটে বাজিমাত পদ্ম শিবিরের
সুকান্তর সঙ্গেও কাকলির এমন অনেক পার্থক্য থাকলেও তারা পরস্পরকে খুব পছন্দ করে। কিন্তু বিনতা এই সম্পর্ক মেনে নিতে পারে না। তার মতে, সুকান্ত তার সঙ্গে থাকলেই সুখী হবে। সুকান্তর চরিত্রে অভিনয় করবেন শৌভিক বন্দ্যোপাধ্যায় এবং কাকলির চরিত্রে দেখা যাবে সৌমি বন্দ্যোপাধ্যায়কে। আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে সাড়ে সাতটায় শুরু হবে সিরিয়ালটি। বর্তমানে এই সময়ে দেখা যাচ্ছে ‘অনুপমার প্রেম’। তবে তিন মাস মাত্র পূরণ করেই শেষ হয়ে যাবে সিরিয়ালটি।