সিরিয়ালে কামব‍্যাক ‘জবা’র বরের! ‘খেলনা বাড়ি’তে বিশ্বজিতের বিপরীতে থাকছেন এই নায়িকা

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ছোটপর্দা থেকে দূরে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। দর্শকরা অবশ‍্য তাঁকে বেশি ভাল চেনেন পরম হিসাবে। ‘কে আপন কে পর’ (Ke Apon Ke Por) সিরিয়ালে জবার স্বামীর চরিত্রে অভিনয় করে খ‍্যাতির শীর্ষে উঠেছিলেন তিনি। বিভিন্ন কারণে জনপ্রিয় হয়ে উঠেছিল সিরিয়ালটি। কে আপন কে পর শেষ হওয়ার পর থেকে আর সিরিয়ালে দেখা যায়নি বিশ্বজিৎ। অবশেষে তিনি ফিরছেন জি বাংলায়।

পরপর দুটি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে চ‍্যানেলে। আগামী ২ রা মে থেকে সম্প্রচার শুরু হবে ‘লালকুঠি’র। অন‍্যদিকে দ্বিতীয় সিরিয়ালটির প্রোমোও সামনে আনা হয়েছে চ‍্যানেলের তরফে। নতুন সিরিয়ালের নাম ‘খেলনা বাড়ি’। ইন্দ্র আর মিতুলের গল্প হতে চলেছে নতুন সিরিয়াল।

IMG 20220429 165239
ইন্দ্র একজন সফল ব‍্যবসায়ী। কিন্তু তাঁর ব‍্যক্তিগত জীবন একেবারেই সুখের নয়। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর থেকে বিয়ের উপর থেকেই তার বিশ্বাস উঠে গিয়েছে। মেয়েদেরও বিশ্বাস করে উঠতে পারে না ইন্দ্র। অন‍্যদিকে মিতুল প্রাণখোলা মেজাজের মেয়ে। খেলনার দোকান তাদের সংসার টানে।

IMG 20220429 165148
এদিকে ইন্দ্রর নজর ওই খেলনার দোকানের জমির উপরে। কিন্তু মিতুল তো জমি বেচবেই না। এগ্রিমেন্টের কাগজ ইন্দ্রর হাত থেকে ছিনিয়ে নিয়ে এরোপ্লেন বানিয়ে উড়িয়ে দেয় সে। প্রথম দেখাতেই যুদ্ধ লাগে আর কি! শেষমেষ কীভাবে হবে দুজনের প্রেম তা তো সময়ই বলবে।

https://www.instagram.com/tv/Cc7Vg_2qeLi/?igshid=YmMyMTA2M2Y=

ইন্দ্রর চরিত্রেই অভিনয় করছেন বিশ্বজিৎ। তাঁর বিপরীতে মিতুলের চরিত্রে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। এছাড়াও রয়েছেন নীল চট্টোপাধ‍্যায়, নন্দিনী চট্টোপাধ‍্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা। সবে মাত্র প্রোমো প্রকাশ‍্যে এসেছে। সিরিয়াল শুরুর তারিখ বা সময় এখনো কিছুই জানানো হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর