বাংলাহান্ট ডেস্ক : শেষ হচ্ছে নাকি না? কয়েকটি সিরিয়াল (Serial) নিয়ে এমন জল্পনা এখনও অব্যাহত। টেলিপাড়ায় কান পাতলেই বেশ কিছু ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার গুঞ্জন ভেসে আসছে। এর মধ্যে কোনটা গুঞ্জন, কোনটাই বা সত্যি তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। একদিকে নতুন ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। এদিকে কোন ধারাবাহিক (Serial) শেষ হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে দর্শক মহলে।
শেষের অপেক্ষায় সিরিয়াল (Serial)
জি বাংলা এবং স্টার জলসা মিলিয়ে বেশ কয়েকটি সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘দুগ্গামণি ও বাঘ মামা’র প্রোমো ইতি মধ্যেই সামনে এসেছে। কিন্তু কোনো ধারাবাহিকেরই (Serial) সম্প্রচারের দিনক্ষণ এখনো জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। সে কারণে বাড়ছে জল্পনা।
টুইস্ট এনেও ফেরেনি টিআরপি: এদিকে বেশ অনেকদিন ধরেই চর্চায় রয়েছে ‘নিম ফুলের মধু’। দু বছরেরও বেশি পুরনো সিরিয়ালটি (Serial) সম্প্রতি টিআরপি কমে গিয়ে চ্যানেলের বাতিল লিস্টে নাম লিখিয়েছে বলে খবর। একটা সময় জি এর সর্বোচ্চ টিআরপি দখলে ছিল নিম ফুলের। দীর্ঘদিন বাংলা সেরাও হয়েছে সিরিয়ালটি (Serial)। কিন্তু স্লট বদলাতেই বড় বিপর্যয় নেমে এসেছে দত্ত বাড়ির উপরে। তারপর থেকে অনেক টুইস্ট এনেও ফেরানো যায়নি টিআরপি।
আরো পড়ুন : প্রেম দিবসে “লাগামহীন” রোম্যান্স! TRP ধরতে সমস্ত আগল ভাঙল জলসার মেগা
শুরু হচ্ছে নতুন মেগা: ইতিমধ্যেই খবর, আসন্ন একটি সিরিয়ালে নায়ক হচ্ছেন ‘সৃজন’ ওরফে রুবেল দাস। তাঁর বিপরীতে থাকছেন মোহনা মাইতি। এই সিরিয়ালের (Serial) সেট তৈরি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেই সমস্যা মিলেছে বলেই খবর। সব ঠিকঠাক থাকলে নাকি মার্চ থেকেই শুরু হয়ে যাবে এই নতুন ধারাবাহিক (Serial)।
আরো পড়ুন : নাগালও পাবে না জলসা, নায়ক নায়িকার মাঝে এন্ট্রি তৃতীয় ব্যক্তির! হু হু করে চড়বে TRP
তবে নিম ফুলের সফর ফুরোলো? সৃজনের মা কৃষ্ণা ওরফে অরিজিতা মুখোপাধ্যায় জানান, এখনো কোনো খবর তাঁরা পাননি। নিয়মিত ভাবেই হচ্ছে সিরিয়ালের শুটিং।