ঊর্মিকে ছেড়ে বরফির সঙ্গে জুটি সাত‍্যকির, দর্শকদের মন জিততে পারবে ‘মন দিতে চাই’?

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক সিরিয়াল এসেই চলেছে জি বাংলায়। তিন তিনটি মেগা ইতিমধ‍্যেই পথচলা শুরু করে দিয়েছে। আগামীতে আরো একটি সিরিয়ালের প্রোমো প্রকাশ‍্যে চলে এসেছে। নতুন সিরিয়ালের নাম ‘মন দিতে চাই’। এই সিরিয়ালের মাধ‍্যমেই একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঋত্বিক মুখোপাধ‍্যায় (Writwik Mukherjee) এবং অরুণিমা হালদার (Arunima Haldar)।

‘এই পথ যদি না শেষ হয়’ এর সাত‍্যকি চরিত্রটির থেকে এই চরিত্রটি সম্পূর্ণ আলাদা। ওই চরিত্রটি ছিল মধ‍্যবিত্ত ঘরের। আর নতুন সিরিয়ালে তাঁর চরিত্রের নাম সোমরাজ বন্দ‍্যোপাধ‍্যায়, এক বিজনেস টাইকুন। ৩০০ কোটি টাকার ব‍্যানার্জি টেক্সটাইলের মালিক তিনি।

Satyaki writwik
প্রোমোতে তাঁর চরিত্রটিকে বেশ অহংকারী হিসাবে দেখানো হয়েছে। নিজের মূর্তি উন্মোচন করে তাঁর দাবি, তাঁর সাফল‍্যের পেছনে নিজেরই কৃতিত্ব রয়েছে। অন‍্যদিকে নায়িকা অরুণিমার চরিত্রটি অত‍্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন। সোমরাজের কথা শুনেই তাঁর পাওয়া বড় অর্ডারটি মুখের উপরে ফিরিয়ে দিয়ে আসেন তিনি।

প্রোমো প্রকাশ‍্যে আসার সঙ্গে সঙ্গে সম্প্রচারের সময় এবং তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ রা জানুয়ারি থেকে রাত সাড়ে দশটার স্লটে সম্প্রচারিত হবে মন দিতে চাই। প্রথম প্রোমো দর্শকদের বেশ পছন্দ হলেও টাইম স্লট নিয়ে মোটেই খুশি নন দর্শকদের একটা বড় অংশ।

উল্লেখ‍্য, এই পথ যদি না শেষ হয়ও অনেকদিন ধরেই রাত দশটার স্লটে থেকেছে। একাধিক বার স্লট বদল হয়েছে সিরিয়ালের। সেই সঙ্গে বদলেছে টিআরপিও। কিন্তু একটা বড় ফ‍্যানবস বরাবর থেকেছে এই পথের। সাত‍্যকি এবার ঊর্মিকে ছেড়ে নতুন নায়িকার সঙ্গে জুটিতে। আগের সিরিয়ালের মতো টিআরপি ওঠে কিনা সেটাই দেখার অপেক্ষা।

প্রসঙ্গত, রাত দশটা এবং সাড়ে দশটার স্লটে বোধিসত্ত্বর বোধবুদ্ধি এবং উড়ন তুবড়ি দুটোই শেষ হয়ে যেতে বসেছে। বোধিসত্ত্বর শেষ শুটিং ইতিমধ‍্যেই সম্পন্ন। সেই স্লটে জায়গা নিচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। আর তারপরেই সাড়ে দশটায় আসছে মন দিতে চাই।

Niranjana Nag

সম্পর্কিত খবর