নতুন মেগা আনল TRP টপার সিরিয়ালের প্রোডাকশন, প্রোমোতেই নজরকাড়া গল্প

বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে আরো একটি নতুন ধারাবাহিক (Serial)। দর্শকদের চাহিদা অনুযায়ী, নিত্য নতুন সিরিয়াল নিয়ে আসছে বিভিন্ন চ্যানেলগুলি। আর সেই সব ধারাবাহিকের হাত ধরে কোথাও ফিরছেন টেলিপাড়ার পরিচিত মুখ, কোথাও আবার দেখা যাচ্ছে নতুন মুখকে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, একেবারে নতুন জুটি নিয়ে শুরু হতে চলেছে একটি ধারাবাহিক (Serial)। অবশেষে প্রকাশ্যে এল তার প্রোমো।

সামনে এল ইন্দ্রনীল-সুকন্যার নতুন সিরিয়ালের (Serial) প্রোমো

বাংলাহান্ট আগেই জানিয়েছিল, নতুন সিরিয়াল (Serial) নিয়ে ছোটপর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে দেখা যাবে নতুন মুখ সুকন্যা চক্রবর্তীকে। এতদিন ধরে এই সিরিয়াল (Serial) সম্পর্কিত ছোটখাটো প্রোমো সামনে আসলেও এবার প্রকাশ্যে এল অফিশিয়াল প্রোমো।

New serial promo is finally on air

কী উঠে এল প্রোমোতে: প্রোমো অনুযায়ী, শোলক আর সারি দুই বোন। শাড়ির পাড়ে সুতোর কারুকার্য করে গল্প ফুটিয়ে তোলে তারা। কিন্তু তাদের পরিশ্রমে নাম হয় অন্য প্রভাবশালীর। কিন্তু শোলক সারি তার হয়ে কাজ করা বন্ধের কথা জানালে দুই বোনের দোকানে আগুন ধরিয়ে দেয় সে। প্রোমো থেকে আভাস মেলে নায়কও ওই প্রভাবশালী পরিবারেরই কেউ বা ঘনিষ্ঠ। তবে সে শোলককে সাহায্যই করতে এগিয়ে আসে আগুন নেভাতে।

আরো পড়ুন : সইফের উপরে হামলায় চিন্তিত মমতা, ‘শর্মিলাদি’কে বিশেষ বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী

কোন চ্যানেলে আসছে: সমাজের উচ্চ নিম্ন শ্রেণির টানাপোড়েনের মাঝে কীভাবে কাছাকাছি আসবে নায়ক নায়িকা, সেটাই উঠে আসবে সিরিয়ালে (Serial)। এই প্রোমোতেই প্রথম নায়ক নায়িকা হিসেবে ইন্দ্রনীল এবং সুকন্যার চরিত্রদুটি সামনে আনা হল। সান বাংলা চ্যানেলে শুরু হতে চলেছে সিরিয়ালটি (Serial)।

আরো পড়ুন : মুখ দেখাদেখি বন্ধ নায়ক নায়িকার, দু বছর পর হিরো বদলে যাচ্ছে জি এর সিরিয়ালে!

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন ইন্দ্রনীল। ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হচ্ছে সিরিয়ালটি। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম বার জুটি বাঁধবেন ইন্দ্রনীল সুকন্যা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর