বাংলাহান্ট ডেস্ক : চৈত্রের দহনে পুড়ছে বাংলা। আসন্ন বৈশাখ-জ্যৈষ্ঠের দাবদাহ নিয়ে ইতিমধ্যেই ক্যালকুলেশন শুরু করে দিয়েছে আম বাঙালি। তবে গ্রীষ্মের ছুটিতে গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেতে অনেকেরই ডেস্টিনেশন হয়ে ওঠে পাহাড়। অনেক বাঙালির কাছে আবার পাহাড় ভ্রমণের লিস্টে কম্পালসারি ভাবে থাকে দার্জিলিংয়ের (Darjeeling) টয়ট্রেন ভ্রমণ। আবার যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য রয়েছে প্যারাগ্লাইডিং এবং রিভার র্যাফটিংয়ের ব্যবস্থাও।
দার্জিলিং (Darjeeling)-কালিম্পং-সিকিমে নয়া চমক
তবে এবার সেই অ্যাডভেঞ্চারের আনন্দ আরও খানিকটা বাড়িয়ে দিতে পাহাড়ে চালু হল হট এয়ার বেলুন (Hot Air Balloon) পরিষেবা। ভারতের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলিতে হট এয়ার বেলুলের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারেন পর্যটকেরা। এবার পাহাড়ের পর্যটকদের কথা মাথায় রেখে হাজির হল হট এয়ার বেলুন অ্যাডভেঞ্চার। শুধু বাংলা নয়, হট এয়ার বেলুন পরিষেবা শুরু হয়েছে পড়শি রাজ্য সিকিমেও।
আরও পড়ুন : কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP! হঠাৎ কী হল? তোলপাড় বাংলা
ইতিমধ্যেই দার্জিলিংয়ের (Darjeeling) মিরিক, কালিম্পংয়ের রেলির পাশাপশি পশ্চিম সিকিমের উত্তরেতেও চালু হয়েছে হট এয়ার বেলুন পরিষেবা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উপর জোর দিতে চাইছে জিটিএ। পাহাড়ে আগত পর্যটকদের অনন্য অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা দিতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফেও।
আরও পড়ুন : বাংলার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে হিন্দু নাম! ‘প্রমাণ’ সহ সরব হলেন অমিত মালব্য
জিটিএ’র পর্যটন বিভাগের পারিষদ দাওয়া শেরপা এই বিষয়ে জানিয়েছেন, “আমরা পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে প্রোমোট করতে চাই । পাহাড়ে যাতে আরও বেশি পর্যটক আসেন, সেজন্যই এই হট এয়ার বেলুন পরিষেবা চালু করা হয়। এর আগে র্যাফটিং, প্যারাগ্লাইডিং, হাইকিং, ট্রেকিং ছিলই। তবে এবার এই অ্যাডচেঞ্চারে ব্যাপক সাড়া মিলবে বলে আমরা আশাবাদী।”
কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি জানান যে, “জিটিএ’র তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । আমি নিজেও পরীক্ষামূলকভাবে এটা চড়েছি । দারুণ লেগেছে। পর্যটকরাও খুব ভালো উপভোগ করতে পারবেন।” হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালের মতে, “এটা একটা দারুণ খবর। এতে আরও বেশি পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসবেন । যত বেশি তাঁরা অ্যাডভেঞ্চার ট্যুরিজম উপভোগ করবেন, তত বেশি পাহাড়ে সময় কাটাবেন ।”
জিটিএ জানিয়েছে, হট এয়ার বেলুনের টিকিট মিলবে মিরিকের ট্যুরিজম সেন্টার থেকে। পরীক্ষামূলকভাবে মার্চ মাসে হট এয়ার বেলুন চালু করা হয়েছে কালিম্পংয়ে। ইতিমধ্যেই কালিম্পংয়ের জেলা প্রশাসন, পুলিশ আধিকারিক, জিটিএ’র আধিকারিকরা হট এয়ার বেলুনের অভিজ্ঞতা নিয়েছেন। আপাতত পর্যটক পিছু ৫০০ টাকা টিকিট ধার্য করা হয়েছে এই পরিষেবার জন্য। তবে সিকিমে টিকিটের দাম খানিকটা বেশি।