আমজনতার জন্য সুখবর! রেশন কার্ড থাকলেই কেল্লাফতে, এবার মিলবে এই দুটি বিশেষ সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের ৮০ কোটি মানুষ সরাসরি রেশন ব্যবস্থার সাথে যুক্ত। নূন্যতম দামে সাধারণ মানুষকে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার রেশন ব্যবস্থা চালু করে। বহু মানুষ এই ব্যবস্থার মাধ্যমে আজও বিনামূল্যে বেশ কিছু খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে রয়েছে রেশন কার্ডের (Ration Card) বিভাগ।

সেই বিভাগ অনুযায়ী সরকারের পক্ষ থেকে খাদ্যদ্রব্য বন্টন করা হয়। সরকার চাইছে রেশন ব্যবস্থার মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে। সরকারের উদ্যোগে এবার আরও বৃদ্ধি পাবে রেশন ব্যবস্থার পরিধি। যাদের রেশন কার্ড রয়েছে তারা রেশন দোকানে আরো দুটি বিশেষ পরিষেবা পেতে চলেছেন।

আরোও পড়ুন : এক্কেবারে ৯% সুদ! দুর্দান্ত অফার দিচ্ছে এই ব্যাঙ্ক, ‘রেকারিং’য়ে টাকা রাখলেই মালামাল

এই পরিষেবাগুলির ফলে একদিকে যেমন গ্রাহকদের সুবিধা হবে, অন্যদিকে মুনাফা বাড়বে রেশন ডিলারদের। সরকার চাইছে রেশন দোকানকে সার্ভিস সেন্টারের রূপ দিতে। সরকার খুব শীঘ্রই রেশন দোকানে ব্যাংকিং পরিষেবা শুরু করতে চলেছে। পাশাপাশি রান্নার গ্যাস পরিষেবাও মিলতে চলেছে রেশন দোকানে।

আরোও পড়ুন : বাংলা সিনেমার প্রথম কমেডি কিং! টলিউডে জোটেনি যোগ্য সম্মান, শেষ বয়সে ভানুর পরিণতি জানলে কাঁদবেন

রেশন দোকানে ব্যাংকিং পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ব্যাংকের সাথে আলোচনা চালাচ্ছে সরকার। রেশন দোকানে এবার থেকে পাওয়া যাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সুবিধা। প্রকল্প বাস্তবায়িত হলে এবার থেকে গ্রাহকরা রেশন দোকানেই টাকা জমা, টাকা তোলা ও অন্যান্য ব্যাংকিং এর কাজ করতে পারবেন।

ration

ব্যাংকিং এর পাশাপাশি রেশন দোকানে মিলবে পোস্ট অফিসেরও বিভিন্ন পরিষেবা। পাশাপাশি সাধারণ মানুষের হয়রানি কমাতে আধার কার্ড থেকে পাসপোর্ট, এসব কিছুর পরিষেবাই মিলতে চলেছে রেশন দোকান থেকে। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে সায় দিয়েছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর