নয়া চমক নিউটাউনে! শপিংমল তৈরীতে দুবাই থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গী বহুজাতিক সংস্থাও

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গিয়েছেন বিদেশ সফরে। স্পেন থেকে মুখ্যমন্ত্রী উড়ে গেছেন দুবাই। এবার দুবাই থেকেই বাংলার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা লুলুর সাথে শুক্রবার একান্ত বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠকের আগে মুখ্যমন্ত্রী বৈঠক করেন লুলু গোষ্ঠীর এগ্‌জিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সাথে।

জানা গেছে মুখ্যমন্ত্রী ও আশরাফ আলির বৈঠক ইতিবাচক হয়েছে। রাজ্যে বিনিয়োগের সম্ভাবনাসহ একাধিক বিষয় নিয়ে নিয়ে দু পক্ষের আলোচনা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে মুখ্যমন্ত্রী এই বৈঠকের কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর কথায় শুক্রবারের বৈঠক বাংলার জন্য অত্যন্ত আশাপ্রদ। বৈঠকে আলোচিত বিষয়ের ব্যাপারে মুখ্যমন্ত্রী আভাস দিয়েছেন তাঁর এক্স প্ল্যাটফর্মে।

   

আরোও পড়ুন : শ্বশুরের প্রেমে হাবুডুবু, অবশেষে বিদেশ থেকে ফিরতেই হাত ধরে পালালো বৌমা! তোলপাড় সালারে

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লুলু গোষ্ঠী কলকাতার নিউ টাউনে গড়ে তুলবে বিশ্বমানের শপিংমল। ‘বিশ্ব বাংলা’র আলাদা কাউন্টার খোলা হতে পারে লুলু গোষ্ঠীর বিভিন্ন দেশের শপিংমলগুলিতে। এই কাউন্টারগুলিতে বিক্রি হবে শুধুমাত্র ‘বিশ্ব বাংলা’র পণ্য। পশ্চিমবঙ্গ থেকে লুলু গোষ্ঠী তাদের সমস্ত বিপণির জন্য ফল ও সবজি কিনতে পারবে।

আরোও পড়ুন : একের পর এক ভাঙা হচ্ছে দোকান! নয়া লাইন চালু করতে কড়া পদক্ষেপ রেলের

এছাড়াও এই সংস্থা বাংলায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করতে আগ্রহী। ভবিষ্যতে বাংলায় লুলু গোষ্ঠী মৎস্য-মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি, ডেয়ারি শিল্পে বিনিয়োগ করতে পারে। এক্স প্ল্যাটফর্মে মুখ্যমন্ত্রী জানান তিনি ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে লুলু গোষ্ঠীকে আমন্ত্রণ করেছেন। আবু ধাবিতে রয়েছে সংস্থার প্রধান কেন্দ্র।

img 20230922 205030

কেরলের ত্রিশূলের ভূমিপুত্র লুলু গোষ্ঠীর কর্ণধার ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের। তাঁর কাকা এমকে আবদ্দুলাহ প্রতিষ্ঠা করেন লুলু। লুলু গোষ্ঠীর মোট ২৩৪টি বিপণি রয়েছে আরব আমিরশাহি, ভারত, সৌদি আরব, কুয়েত, বাহরিন, ওমান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়। লখনৌয়ে লুলু গোষ্ঠীর তৈরি শপিংমল বর্তমানে দেশের বৃহত্তম শপিংমল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর