পাল্টে গেল টিকিট কাটার নিয়ম, এবার থেকে নয়া পদ্ধতি চালু রেলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে রেলের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার এক্সপ্রেস, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন রেলের মাধ্যমে। আজ রেলের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে। অফিসে পৌঁছানো হোক কিংবা স্কুল-কলেজ, রেল ব্যবস্থা ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতেও পারি না।

যাত্রীদের কথা মাথায় রেখে তাই রেলের পক্ষ থেকেও নিত্য নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একদিকে যেমন ট্র্যাকে নামানো হচ্ছে নতুন নতুন ট্রেন, অন্যদিকে যাত্রীদের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ যুগপযোগী সিদ্ধান্ত। এবার রেলযাত্রীদের জন্য নতুন অর্থবর্ষের শুরুতেই উঠে আসছে বড় খবর। গত ১লা এপ্রিল থেকেই এই পরিবর্তন এনেছে রেল।

আরোও পড়ুন : আলিপুরদুয়ারে গিয়ে মমতা বললেন, ‘ঝুঁকি নিয়েই এসেছি!’ মুখ্যমন্ত্রীর এই ‘রিস্ক’ নেওয়ার কারণ কী?

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার টিকিট কাটার নিয়ম পরিবর্তন করা হল কিছুটা। এবার থেকে যাত্রীরা টিকিট কাটতে পারবেন ইউপিআই পেমেন্টের মাধ্যমে। এরফলে যাত্রীদের টিকিট কাটা আরও সহজ হবে। কিউ আর কোডের মাধ্যমে আর ইউপিআই ব্যবহার করে কাটা যাবে ট্রেনের টিকিট। পেটিএম, গুগল পে, ফোন পে-র মতো অ্যাপগুলি ব্যবহার করে যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

After buying the ticket, you have to catch the train during this time

তাই টিকিট কাটার সময় নগদ টাকা না থাকলেও চলবে। একদিকে যেমন মিলবে টাকা বহন করা থেকে মুক্তি, অন্যদিকে মুক্তি পাওয়া যাবে খুচরোর ঝঞ্ঝাট থেকে। টিকিট কাটার সময় তাই থাকবে না ঝামেলা। রেলকর্তারা মনে করছেন এর ফলে টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে আরো বেশি করে। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয় টিকিট কাটার জন্য। তবে রেলের এই নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন বহু মানুষ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X