বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়! নতুন টাইম টেবিল জানিয়ে দিল পর্ষদ-সংসদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ছাত্র-ছাত্রীদের জীবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষার পরেই  ছাত্র-ছাত্রীরা ঠিক করে তারা কোন বিষয় নিয়ে আরো পড়াশোনা করবে। আর সামনেই মাধ্যমিক তারপরে শুরু উচ্চমাধ্যমিক। এবার এই দুই পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনল পর্ষদ আর সংসদ।

রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে হল বড় পরিবর্তন। বদলে যাচ্ছে পরীক্ষা শুরুর সময়। আগের সূচি অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল দুপুর ৩টে ১৫ মিনিটে। কিন্তু নতুন সূচি অনুযায়ী  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে  দুপুর ১২টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

আরোও পড়ুন : রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় মদের দোকান বন্ধ রাখার আর্জি হাইকোর্টে! শুনে প্রধান বিচারপতি বললেন…

একই সময় মাধ্যমিকের জন্যেও। এমনকি ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার ও  হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে কী কারণে এই পরিবর্তন, সেই বিষয়ে এখনও পর্যন্ত পর্ষদ ও সংসদের তরফে থেকে সরকারিভাবে কিছু জানা যায়নি ।

আরোও পড়ুন : ২টি নয়, ১টি লিখিত পরীক্ষাতেই দ্রুত মিলবে পুলিশে চাকরি! ১২০০০ শূন্যপদ পূরণে বড় সিদ্ধান্ত সরকারের

উল্লেখ্য ,উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তের পরে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী  বলছেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তনের বাস্তব কোনও কারণ রয়েছে বলে জানা নেই। দুপুর ১২ টা থেকে ৩টে ১৫ মিনিট, যা আগের সময়সূচি ছিল, সেটি নিয়ে কারও তো আপত্তি ছিল না। তাহলে কেন এই হঠাৎ পরিবর্তন?’

madhyamik pariksha

প্রসঙ্গত, পর্ষদ ও সংসদের এই সিদ্ধান্তের পরই বিভিন্ন  শিক্ষা মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও,অপর একাংশ এর কঠোর সমালোচনাও করতে ছাড়ছে না। তারা এই সিদ্ধান্তের ঘর বিরোধী।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X