“অনুগ্রহ করে শুনবেন…..”, এই দিন থেকে কার্যকর হতে চলেছে রেলের নতুন টাইম টেবিল! এখনই নিন জেনে

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ট্রেনে (Indian Railways) চেপেই নিয়মিতভাবে যাতায়াত করেন। সেই সংখ্যাটা হল দৈনিক ৩ কোটিরও বেশি। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে সবসময় তৎপর থাকে রেল। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা রেলের নিত্যযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো।

রেলের (Indian Railways) নতুন টাইম টেবিল:

জানিয়ে রাখি যে, ভারতীয় রেল (Indian Railways) আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৫ তারিখে একটি নতুন টাইম টেবিল জারি করবে। এদিকে, বর্তমান টাইম টেবিল যেটি “ট্রেন অ্যাট আ গ্ল্যান্স”-এর ৪৪ তম সংস্করণ, সেটি আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কার্যকর থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছর, ভারতীয় রেল অল ইন্ডিয়া রেলওয়ে টাইম টেবিল, “ট্রেন অ্যাট আ গ্ল্যান্স” (TAG) প্রকাশ করেছে। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। TAG ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটেও উপলব্ধ রয়েছে।

New time table of the Indian Railways is effective from this day.

গত বছর কত ট্রেন চলেছিল: জানিয়ে রাখি যে, ২০২৫ সালে, রেল মন্ত্রক ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সহ টি ২ অমৃত ভারত এক্সপ্রেস এবং নমো ভারত র‌্যাপিড রেল (বন্দে মেট্রো) চালানোর পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সুবিধার্থে ৬৪ টি বন্দে ভারত ট্রেন এবং ৭০ টি অতিরিক্ত পরিষেবা চালু করেছে। সাধারণত, রেল মন্ত্রক প্রতি বছর ৩০ জুনের আগে “ট্রেন অ্যাট আ গ্ল্যান্স” (TAG) কাজের সময়সূচি প্রকাশ করে। এমতাবস্থায়, ১ জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন সূচি। তবে, এই বছর নিয়ম সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন: এবার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবেন আম্বানি! ৩৭৫ কোটি টাকা খরচ করে কিনে ফেললেন এই কোম্পানি

রেল মহা কুম্ভ মেলা ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছে: ইতিমধ্যেই, মহা কুম্ভ মেলা ২০২৫-এর প্রস্তুতির জন্য, IRCTC ওই মেলাতে যোগদানকারী লক্ষ লক্ষ ভক্তদের জন্য বিশ্বমানের সুবিধা নিশ্চিত করছে। একটি অফিসিয়াল বিবৃতি অনুসারে, প্রায় ৩,০০০ স্পেশাল ট্রেন পরিচালনার পাশাপাশি ১ লক্ষেরও বেশি যাত্রীদের থাকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: IPL-এ ফের চ্যাম্পিয়ন হবে KKR! শাহরুখের হাতে ট্রফি তুলে দেবেন কলকাতার এই ৩ প্লেয়ার

কবে শুরু হবে অনলাইন বুকিং: এর পাশাপাশি, IRCTC ত্রিবেণী সঙ্গমের কাছে একটি বিলাসবহুল টেন্ট সিটির মহা কুম্ভ গ্রাম নির্মাণ সম্পন্ন করেছে। মহা কুম্ভ গ্রামে থাকার জন্য অনলাইন বুকিং আগামী ১০ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা রয়েছে। IRCTC-র ওয়েবসাইটের মাধ্যমে সহজেই এখানে বুকিং করা যাবে। আরও জানিয়ে রাখি যে, IRCTC এবং পর্যটন বিভাগের ওয়েবসাইট সহ মহা কুম্ভ অ্যাপেও এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপলব্ধ রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর