বাংলা হান্ট ডেস্ক : জানা যাচ্ছে রাজ্যের খাদ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রয় মল্লিক এবার চাইছেন বিজেপিতে যোগ দিতে।এমনটাই জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
অর্জুন বাবু বলেন, রাজ্যের ১০৭ জন বিধায়ক বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, তাঁর এই কথায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।সম্প্রতি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যাওয়া পুরসভাগুলি ফের তৃণমূলের দখলে চলে এসেছে।লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফল হওয়ার পর থেকেই ব্যারাকপুর সংলগ্ন এলাকার পুরসভার অধিকাংশ কাউন্সিলররা দলে দলে বিজেপিতে যোগদান করেন।
প্রসঙ্গত তৃণমূলের একেএকে হাতছাড়া হয় কাচড়াপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া পুরসভা।তবে বেশ কিছু কাউন্সিলররা ফের বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসেন।তার ফলে আবার কাচড়াপাড়া, হালিশহর, নৈহাটি পুরসভা তৃণমূলের দখলে চলে আসে।তবে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগদানের বিষয় তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে অর্জুন সিং তোলাবাজ, দালাল, চোর বলে কটাক্ষ করে বলেন,জ্যোতিপ্রয় মল্লিককে বিজেপিতে নেওয়া যাবে না।