চরম বিপাকে সোহম! এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

বাংলা হান্ট ডেস্কঃ দিন কয়েক আগে নিউটাউনের একটি রেস্তোরাঁয় শ্যুটিং করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন সোহম চক্রবর্তী। ওই রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ ওঠে অভিনেতা তথা তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে। পাল্টা সোহম দাবি করেন, ওই ব্যক্তি তাঁকে খিস্তি করার পাশপাশি TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গালিগালাজ করেছেন। এবার এই জলই গড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অবধি।

সোহমের (Soham Chakraborty) বিরুদ্ধে সোজা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক। অভিযোগ, ‘হুমকি মুখে পড়তে হচ্ছে আনিসুল আলম এবং তাঁর পরিবারকে’। জানা যাচ্ছে, তদন্ত এবং নিরাপত্তার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত রেস্তোরাঁর মালিক (New Town Restaurant Owner)। বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এই সপ্তাহেই শুনানি হতে পারে।

   

জানা যাচ্ছে, রেস্তোরাঁর মালিকের অভিযোগ, চণ্ডীপুরের TMC বিধায়ক সোহমের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাই এবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আনিসুলের আইনজীবী অভিযোগ, তাঁর মক্কেল এবং পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি।

আরও পড়ুনঃ রাতের ঘুম উড়ল শিক্ষকদের! শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই চরম বার্তা সুকান্তর, তোলপাড় রাজ্য!

উল্লেখ্য, গত শুক্রবার নিউ টাউনের এক রেস্তোরাঁয় সিনেমার শ্যুটিং করছিলেন সোহম। শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে TMC বিধায়কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে রেস্তোরাঁর মালিকের বচসা হয় বলে অভিযোগ। তিনি দাবি করেন, একটি পার্কিং খালি করতে বলা হলে অভিনেতার নিরাপত্তারক্ষীরা  তাঁর ওপর চড়াও হন। সোহমও তাঁকে থাপ্পড়, লাথি, ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি।

New Town restaurant owner goes to Calcutta High Court against TMC MLA Soham Chakraborty

এই বিষয়ে সোহম আবার বলেন, ‘অভিষেককে নিয়ে গালাগাল করেছে সেটা মেনে নেওয়া যায় না। চারটে থাপ্পড় মেরেছি। ধাক্কা দিয়েছি। দিনের শেষে অভিনেতারাও মানুষ। আমাদেরও আবেগ রয়েছে’। পরে যদিও TMC বিধায়ক স্বীকার করে নেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিথয়নি তাঁর। ‘আমার ভুল হয়েছে’, বলেন সোহম।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর