ভাড়া করা হয় সুপারি কিলার! নিউ টাউনে ব্যবসায়ী খুন কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার বিজনেস পার্টনার

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে নারী সুরক্ষা নিয়ে সরব গোটা রাজ্য। আরজি কর কাণ্ডের পর থেকে শিরোনামে রয়েছে মহিলাদের নিরাপত্তার বিষয়টি। এর মাঝেই রাতের নিউ টাউনে গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে। শনিবার রাতে ইকো পার্কের কাছে ঘটনাটি ঘটেছে (New Town Shootout)। নিহতের নাম নাসিমুদ্দিন খান।

  • নিউ টাউন হত্যাকাণ্ডে (New Town Shootout) গ্রেফতার ১

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নিহত ব্যবসায়ী নাসিমুদ্দিন বাড়ি ভাঙরে। তাঁর ইটের ব্যবসা রয়েছে। জানা যাচ্ছে, গতকাল রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে বাইকে চেপে দু’জন দুষ্কৃতী এসে আচমকা হামলা চালান। ব্যবসায়ীকে লক্ষ্য তাঁরা গুলি (Shootout) চালান। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী।

  • ব্যবসায়ী খুনে নজরে বিজনেস পার্টনার

জানা যাচ্ছে, গতকাল রাতে গুলি চালানোর শব্দ শুনে বেরিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই নাসিমুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। এরপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে হাজির হন নিউ টাউন (New Town) জোনের ডিসি মানব সিংলা। স্থানীয়দের কথায়, নাসিমুদ্দিনকে গুলি করার পর ঘটনাস্থল নিয়ে পালিয়ে যায় আততায়ীরা।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে CBI জেরার সম্মুখীন! এবার চরম বিপদে ডাক্তার দেবাশিস সোম!

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নাসিমুদ্দিনের ইটের পাশাপাশি কয়লার ব্যবসা রয়েছে। বহুদিন ধরেই বিজনেস পার্টনার পরাগ ওরফে রফিকুল কাজির সঙ্গে বিবাদ চলছিল। ৫০ লক্ষ টাকা নিয়ে তাঁদের বিবাদ চলছিল বলে খবর। নিহত ব্যবসায়ীর পরিবারের তরফ থেকেও বারবার এই পরাগের দিকেই অভিযোগ করা হচ্ছিল। গত দু’মাস ধরে নাকি দু’জনের মধ্যে ব্যবসার হিসেব নিয়ে ঝামেলা চলছিল। এই নিয়ে বেশ কয়েকবার আলোচনাতেও বসেছেন। এরপরেই ঘটে গেল এই ঘটনা (New Town Shootout)।

New Town shootout

এদিকে নাসিমুদ্দিনের বিজনেস পার্টনার পরাগের দাবি, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে। গতকালই অবশ্য এসব তথ্য পাওয়ার পর পুলিশ পরাগকে তলব করেছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর সকালে গ্রেফতার করা হয়। আজ তাঁকে বারাসাত আদালতে (Barasat Court) তোলা হচ্ছে।

গতকাল নাসিরের ওপর কারা গুলি চালিয়েছেন সেটা এখনও জানতে পারেনি পুলিশ (New Town Shootout)। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। তবে পুলিশের অনুমান, সুপারি কিলার ভাড়া করা হয়েছিল। প্ল্যানমাফিক এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে মোবাইলের টাওয়ার লোকেশন। মিডিয়া রিপোর্ট বলছে, পুলিশের হাতে একটি ক্লু এসেছে বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর